This chandelier wedding cake’s video goes viral on social media dgtl
ছাদ থেকে যা ঝুলছে তা মোটেই ঝাড়বাতি নয়, এটি দিব্যি কেটে খাওয়া যায়!
ছাদ থেকে নেমে আসছে একটি ঝাড়বাতি। আর কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, সেই ঝাড়বাতি কেটে খাচ্ছেন কয়েক জন। চমকাবেন না, এটি ঝাড়বাতির মতো দেখতে একটি কেক।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৮
ঝাড়বাতি কেক। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
প্রত্যেকেই হয়তো তাঁর বিয়ের মতো গুরুত্বপূর্ণ দিনটিকে স্মরণীয় করে রাখতে চান, যেমনটা চেয়েছিলেন মালয়েশিয়ার এই সেলিব্রিটি দম্পতি। গত ২০ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেতা আইমান হাকিম রিদজা ও অভিনেত্রী জাহিরা ম্যাকউইলসন। আর তাঁদের বিয়ের আসরের কিছু ছবি, ভিডিয়ো এখন ভাইরাল।
সেলিব্রিটি দম্পতির বিয়ের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাদ থেকে নেমে আসছে একটি ঝাড়বাতি। আর কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, সেই ঝাড়বাতি কেটে খাচ্ছেন কয়েক জন। চমকাবেন না, এটি ঝাড়বাতির মতো দেখতে একটি কেক।
সেলিব্রিটি দম্পতি আইমানও জাহিরা-র ইচ্ছে ছিল তাঁদের বিয়েতে এমন একটি ঝাড়বাতি কেক থাকবে। তাই তাঁরা ‘লিলি অ্যান্ড লোলা কেকস’ নামে এক কোম্পানিকে দায়িত্ব দেন। কেক কোম্পানি তাঁদের ইচ্ছা পূর্ণ করতে একটি ‘আট তলা’ কেক বানিয়ে দেয়।
কেকটিকে বিয়ের অনুষ্ঠানস্থলের বিল্ডিংয়ের ছাদে ঝুলিয়ে দেয়। এবার আপনি ভাবছেন, ছাদে ঝুলন্ত কোনও কেক খাওয়া হবে কী করে? তারও উপায় ছিল। কেকটি ছাদ থেকে ধীরে ধীরে নেমে আসার ব্যবস্থা করা ছিল। নেমে আসার পার সেই ভ্যানিলা ফ্লেভারের কেক কাটেন সেলিব্রিটি নবদম্পতি।