আগামী ১৮ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে ‘টাইম’-এর সাম্প্রতিক সংখ্যাটি। কিন্তু তার আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সামনে এসেছে ম্যাগাজিনের কভার ছবিটি। ‘পার্সন অব দ্য ইয়ার’-এর এই সংখ্যায় কভার ছবিতে স্থান পেয়েছেন ৫জন নারী।
কালো কোট পরা সেই ৫জন নারীর পাশে স্থান পেয়েছে কালো কোট পরা একটি হাতও। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই হাতের মালকিন ছবিতে অনুপস্থিত। অর্থাৎ শুধুমাত্র ওই ডান হাতের অংশটুকু ছাড়া শরীরের আর কোনও অংশই দেখা যাচ্ছে না ছবিতে। সুতরাং বোঝার উপায় নেই হাতটি কার।
কেনই বা ‘টাইম’-এর মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি পত্রিকার কভার পেজে জায়গা করে নিয়েছে এই হাতটি? এতদিন ধরে এই প্রশ্নটাই পাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। ওই অজ্ঞাত পরিচয় হাতটি কার, এতদিনে এই প্রশ্নের উত্তর দেওয়া হল পত্রিকার সম্পাদকীয়তে।