নতুন দলের নাম প্রকাশ ইলনের, মনোমালিন্য আরও প্রকট, ট্রাম্প এবং মাস্কের সংঘাত কোন পথে
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের মনোমালিন্য চরমে পৌঁছেছে। একটি বিলকে কেন্দ্র করে দু’জনের দ্বন্দ্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্পের প্রশাসন থেকে সরে এসেছেন মাস্ক। সমাজমাধ্যমে তিনি একটি ভোটাভুটি করেন। জানতে চান, আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কি না। ওই প্রশ্নে ৮০ শতাংশ ইতিবাচক জবাব পেয়েছেন তিনি। তার পরে ‘দ্য আমেরিকা পার্টি’ লিখে সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। এটিই কি নতুন দলের নাম? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ট্রাম্প এবং মাস্কের মধ্যে এই সংঘাতে শেষ পর্যন্ত কি ইতি পড়বে, না কি আরও তলানির দিকে যাবে দু’জনের সম্পর্ক? আজ নজর থাকবে সে দিকে।
ফরাসি ওপেন: ফাইনালে আলকারাজ় এবং সিনার
গত বার সুরকির কোর্টে গ্র্যান্ড স্ল্যাম উঠেছিল কার্লোস আলকারাজ়ের হাতে। খেতাব ধরে রাখতে এ বার তাঁর লড়াই বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের সঙ্গে। মুখোমুখি সাক্ষাতে সিনারের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন আলকারাজ়। ট্রফি ধরে রাখতে পারবেন স্পেনীয় খেলোয়াড়? সন্ধ্যা ৬.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
গাজ়ায় খাবারের হাহাকার, ওয়েস্ট ব্যাঙ্কেও ইজ়রায়েলি অভিযান
গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি সেনার অভিযান এখনও জারি রয়েছে। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে গাজ়া থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্য নিয়েছে তারা। দু’পক্ষের সংঘর্ষে মৃত্যু হচ্ছে সাধারণ গাজ়াবাসীরও। শনিবারও গাজ়া ভূখণ্ডে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। ত্রাণশিবিরগুলিতে খাবারের জন্য হাহাকার পড়ে গিয়েছে। এই অবস্থায় অন্য এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কেও অভিযান শুরু করেছে ইজ়রায়েলি সেনা। ইজ়রায়েলের দখলে থেকে ওয়েস্ট ব্যাঙ্ক থেকে শরণার্থীদের সরে যেতে বলেছে তারা। পশ্চিম এশিয়ার সার্বিক পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
সোনম কোথায়? খোঁজ চালাচ্ছে পুলিশ, দাবি সিবিআই তদন্তেরও
মধ্যপ্রদেশের ইনদওর থেকে মেঘালয়ে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে যান নবদম্পতি। আট দিন পর ইনদওরের যুবক রাজা রঘুবংশীর দেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ তাঁর স্ত্রী সোনম। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ড্রোন উড়িয়ে খোঁজ চলছে। তদন্তকারীদের দাবি, যে জায়গা থেকে নবদম্পতি নিখোঁজ হয়েছিলেন, সেই জায়গা থেকে বাংলাদেশ সীমান্ত বেশি দূরে নয়। আশঙ্কা, দুষ্কৃতীরা সোনমকে অপহরণ করে বাংলাদেশে পাচার করে দিয়ে থাকতে পারে। তবে এখনও কোনও তথ্যপ্রমাণ মেলেনি। এই আবহেই সোনমের খোঁজে সিবিআইয়ের সাহায্য চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আজ এই খবরে নজর থাকবে।
শুকনো আবহাওয়া, বৃষ্টি নেই! গরম বৃদ্ধির পূর্বাভাস
আজ থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আর কোনও সতর্কতা নেই আজ থেকে। রবিবার, সোমবার কলকাতায় মূলত শুকনো আবহাওয়া থাকবে। উত্তর এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
ইয়ামাল বনাম রোনাল্ডো, নেশন্স লিগের ফাইনালে স্পেনের সামনে পর্তুগাল
জার্মানিকে হারিয়ে আগেই উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠে গিয়েছে পর্তুগাল। ফ্রান্সকে হারিয়েছে স্পেন। দুই প্রতিবেশী দেশ ফাইনালে একে অপরের মুখোমুখি। ৪০-এর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে নামবেন ১৭-র লেমিনে ইয়ামাল। রবিবার রাত ১২.৩০টা থেকে শুরু ম্যাচ। তার আগে, সন্ধ্যা ৬.৩০টা থেকে রয়েছে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ, যেখানে মুখোমুখি জার্মানি এবং ফ্রান্স। দু’টি ম্যাচই দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।
ভারত ‘এ’ বনাম ইংল্যান্ড লায়ন্স ম্যাচের তৃতীয় দিন
ইংল্যান্ড সিরিজ় শুরু হওয়ার আগে ভারতীয় দলের ক্রিকেটারদের কাছে এটি প্রস্তুতি ম্যাচ। কেএল রাহুল ইতিমধ্যেই শতরান করে জায়গা পাকা করেছেন। বাকি ক্রিকেটারদের কাছে সুযোগ নিজেদের প্রমাণ করার। দুপুর ৩.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি লিভ অ্যাপে।