Advertisement
E-Paper

কোন পথে নেপালের রাজনীতি। মমতা উত্তরবঙ্গ সফরে। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ। দিনভর আর কী কী নজরে

কেপি শর্মা ওলি-সহ একাধিক প্রাক্তন ও বর্তমান মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নেপালের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মারধর করেছে জনতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

প্রবল গণবিক্ষোভের চাপে পড়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নেপালের কেপি শর্মা ওলি। উত্তেজিত জনতার বিক্ষোভে রাজধানী কাঠমান্ডু অগ্নিগর্ভ। ওলি-সহ একাধিক প্রাক্তন ও বর্তমান মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নেপালের উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মারধর করেছে জনতা। প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন ধরানো হলে ভিতরে আটকে পড়ে মৃত্যু হয় তাঁর স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। এই পরিস্থিতিতে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। নেপালের পরিস্থিতির দিকে নজর থাকবে।

মঙ্গলবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়ি জেলায় সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। জলপাইগুড়িতে আদিবাসীদের হাতে জমির পাট্টা দেবেন। তা ছাড়া উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ‘উত্তরকন্যা’ থেকে বেলা ১২টায় মুখ্যমন্ত্রী চলে যাবেন জলপাইগুড়িতে। সেখানে এবিপিসি মাঠে সরকারি সহায়তা প্রদানের কর্মসূচি রয়েছে। নজর থাকবে সেই খবরের দিকে।

এশিয়া কাপে আজ অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবের দলকে খেলতে হবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। দীর্ঘ সাত মাস পর টি-টোয়েন্টি ফর্ম্যাটে নামছে ভারত। অধিনায়ক জানিয়ে দিয়েছেন, যেহেতু তারপর তাঁরা আইপিএল খেলেছেন, সমস্যা হবে না। অন্য দিকে পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ় খেলে প্রস্তুতি সেরেছে আমিরশাহি। যদিও তারা কোনও ম্যাচই জিততে পারেনি। আজ খেলা শুরু রাত ৮টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

কলকাতা লিগে আজ থেকে শুরু হচ্ছে অবনমন রাউন্ড। প্রথম দিনই খেলবে মহমেডান। তাদের বিপক্ষে সাদার্ন সমিতি। খেলা ব্যারাকপুরে। বিকেল ৩টে থেকে খেলা শুরু। শতাব্দী-প্রাচীন মহমেডান কি অবনমন এড়াতে পারবে?

মৌসুমি অক্ষরেখা এবং জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা সাড়ে চার কিলোমিটার। এ ছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার এবং আশপাশের এলাকায়। সমুদ্রপৃষ্ঠ থেকে সেটি ৩.১ কিলোমিটার উঁচুতে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টি চলবে দক্ষিণের জেলাগুলিতেও। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

ভিন্‌রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনা নিয়ে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সকাল ১১টা ৪৫ মিনিটে রাইসিনা হিলসে সাক্ষাতের সময় রয়েছে অধীরের। বহরমপুরের প্রাক্তন সাংসদ রাষ্ট্রপতির কাছে কী বলেন সেই খবরে নজর থাকবে।

ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধন (এসআইআর) সংক্রান্ত বিষয়ে আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে বৈঠক রয়েছে। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে ওই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অন্য নির্বাচন কমিশনারেরা এবং নির্বাচন কমিশনের অন্য আধিকারিকেরাও ওই বৈঠকে যোগ দেবেন। আজকের এই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে। গত সোমবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিহারে এসআইআর প্রক্রিয়ায় ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। পাশাপাশি শীর্ষ আদালত এ-ও স্পষ্ট জানায়, আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়। শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড।

News of the Day Nepal Unrest Mamata Banerjee Asia Cup 2025 Weather Update Adhir Chowdhury Bengali Migrant Worker Special Intensive Revision Calcutta League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy