Advertisement
E-Paper

ইমরান জামিন পাবেন? বিধানসভায় বিষয় শুভেন্দু। মধুচন্দ্রিমা হত্যাকাণ্ড। আবহাওয়া। আর কী কী নজরে

পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইমরান খানের জামিন পাওয়া নিয়ে জোরদার জল্পনা চলছে পাকিস্তানের রাজনৈতিক মহলে। আজ ইসলামাবাদ হাই কোর্টে ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির জামিনের আবেদনের রায় সংক্রান্ত ঘোষণা হতে পারে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ০৭:৫৭
Share
Save

ইসলামাবাদ হাই কোর্টে ইমরান খানের জামিন সংক্রান্ত রায়

পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইমরান খানের জামিন পাওয়া নিয়ে জোরদার জল্পনা চলছে পাকিস্তানের রাজনৈতিক মহলে। আজ ইসলামাবাদ হাই কোর্টে ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির জামিনের আবেদনের রায় সংক্রান্ত ঘোষণা হতে পারে। প্রসঙ্গত, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ-সহ একাধিক মামলায় অভিযুক্ত হয়ে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান। আজ এই খবরে নজর থাকবে।

শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নিয়ে আলোচনা

আজ বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার বিধানসভায় ভারতীয় সেনাকে ধন্যবাদজ্ঞাপন সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে এমন বিবৃতি দিয়েছেন যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেননি। এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছেন তৃণমূলের চার মন্ত্রী। সেই স্বাধিকার ভঙ্গের নোটিস-সহ প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি হবে নদী ভাঙন নিয়েও আলোচনা।

ট্রাম্প-নীতির বিরুদ্ধে ছড়াচ্ছে বিক্ষোভ, নামছে আরও সেনা

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে। গত কয়েক দিন ধরে বিক্ষোভ এবং প্রতিবাদ ক্রমশ জোরালো হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না বেরিয়ে যায়, সে জন্য প্রথমে লস অ্যাঞ্জেলেসে ২০০০ ন্যাশনাল গার্ড (আমেরিকার সেনার একটি বাহিনী) মোতায়েনের সিদ্ধান্ত নেন ট্রাম্প। পরে আরও ২০০০ ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নেন তিনি। সব মিলিয়ে মোট ৪০০০ ন্যাশনাল গার্ড মোতায়েন হচ্ছে ক্যালিফর্নিয়ার ওই শহরে। নতুন বাহিনী না-পৌঁছোনো পর্যন্ত সেখানে আমেরিকার নৌসেনার মেরিনবাহিনীর প্রায় ৭০০ সদস্যকে সাময়িক ভাবে নামানো হয়েছে। সোমবারও লস অ্যাঞ্জেলেসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ ছাড়াতে শুরু করেছে অন্য শহরগুলিতেও। ক্যালিফর্নিয়ার সান ফ্রান্সিসকো, স্যান্টা আনা, জর্জিয়ার অ্যাটলান্টা, টেক্সাসের ডালাসে বিক্ষোভ দেখা গিয়েছে। বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক এবং কেন্টাকিতেও। অভিবাসন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ এবং ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মধুচন্দ্রিমা হত্যাকাণ্ড: সোনম মেঘালয়ে, তদন্ত কোন পথে

মধ্যপ্রদেশের ইনদওরের যুবক রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন তাঁর নববিবাহিত স্ত্রী সোনম রঘুবংশী। সোমবার তাঁকে উত্তরপ্রদেশের গাজ়িপুরে একটি ধাবা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে নিয়ে মেঘালয়ে পৌঁছেছে শিলং পুলিশ। সড়কপথে তাঁকে প্রথমে বিহার নিয়ে আসা হয়। তার পর কলকাতা। সেখান থেকে অসমের গুয়াহাটি হয়ে শিলঙে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর থেকেই খুব একটা কথা বলছেন না সোনম। গাজ়িপুর থেকে বিহার নিয়ে আসার পথে পুলিশের কথার কোনও উত্তর দিতে চাননি সোনম। এখন মেঘালয় পুলিশের কাছে এটা বড় চ্যালেঞ্জ, সোনমকে জেরা করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য আদায় করা। কারণ, এই ঘটনা মেঘালয় প্রশাসন এবং পুলিশের দিকে আঙুল তুলেছিল। যদিও মেঘালয় পুলিশই এই নিখোঁজ রহস্যের উন্মোচন করেছে। কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে এখনও রহস্য এবং ধোঁয়াশা রয়েই গিয়েছে। যে প্রশ্নের উত্তর সোনমই একমাত্র দিতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা

আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া গত বারের চ্যাম্পিয়ন। টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা এই প্রথম ফাইনালে উঠেছে। এ বার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে গত দু’বারের ফাইনালিস্ট ভারত। আজ খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

হামলা হাসপাতালেও! অনিশ্চিত হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমশ জটিল হয়ে উঠছে। দু’দেশই একে অন্যের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের রাজধানী কিভ, দ্বিতীয় বড় শহর খারকিভ, এমনকি দক্ষিণ প্রান্তে বন্দর শহর ওডেসাতেও হামলা হয়েছ। ওডেসা শহরের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে রুশ বোমারু ড্রোন আছড়ে পড়ছে বলে অভিযোগ ইউক্রেনের। আবার রাশিয়ারও দাবি ইউক্রেন তাদের উপর হামলা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার ভোরে মস্কোর সব বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। বস্তুত, গত তিন বছর ধরে চলা যুদ্ধে নতুন মাত্রা পেয়েছে রুশ সামরিক ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হানার পর থেকে। ওই হামলায় রাশিয়ার প্রায় ৪০টি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এর পর থেকে ইউক্রেনের উপর আরও জোরালো হামলা শুরু করেছে রাশিয়া। দু’দেশের যুদ্ধ পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

ত্রাণশিবিরের কাছে চলছে গুলি, গাজ়ায় অব্যাহত ইজ়রায়েলি অভিযান

গাজ়া ভূখণ্ডে ধারাবাহিক ভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইজ়রায়েলি সেনা। প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসকে গাজ়া থেকে নির্মূল করতে চায় তারা। সেই অভিযানে সাধারণ গাজ়াবাসীরও। সম্প্রতি গাজ়ায় ত্রাণশিবিরের কাছাকাছি এলাকাতেও গুলি চালিয়েছে ইজ়রায়েলি সেনা। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, গত কয়েক দিনে একাধিক বার এমন অভিযোগ উঠে এসেছে। মঙ্গলবারও মধ্য গাজ়ায় একটি ত্রাণশিবিরের কাছে গুলি চালিয়েছে তারা। ইজ়রায়েলি বাহিনীর গুলিতে ত্রাণশিবিরমুখী অন্তত ১৭ প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। গাজ়ায় পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের ম্যাচ, খেলবে আর্জেন্টিনাও

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আজ নামছে ব্রাজিল, আর্জেন্টিনা। ব্রাজিল খেলবে প্যারাগুয়ের সঙ্গে। আর্জেন্টিনার খেলা কলম্বিয়ার সঙ্গে। গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকায় শীর্ষে। ব্রাজিল ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। দুই দলেরই আজকের পর আর দু’টি করে ম্যাচ বাকি থাকবে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ ভোর ৫:৩০ থেকে। ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচ ভোর ৬:১৫ থেকে।

বাঁকড়ার পর্নকাণ্ডে পলাতক মা-ছেলের খোঁজে পুলিশ

অভিযোগের পর চার দিন কেটে গিয়েছে। অভিযুক্ত মা-ছেলের এখনও হদিস পায়নি পুলিশ। হাওড়ার বাঁকড়ার বাসিন্দা শ্বেতা খাতুন এবং পুত্র আরিয়ানের খানের বিরুদ্ধে অভিযোগের বহর বেড়েই চলেছে। সোদপুরের তরুণীকে নির্যাতনে অভিযুক্ত ওই মহিলা এবং তাঁর পুত্রকে নিয়ে কী জানতে পারল পুলিশ, তাঁদের কি হদিস মিলল? আজ নজর থাকবে সে দিকে।

রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নদিয়ায় বুধবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ছয় জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যে আগামী দু’দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পরের তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা।

News of the Day Imran Khan Howrah Police Bankra Suvendu Adhikari sonam raghuvanshi meghalaya

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।