আরও জোরালো হামলার হুঁশিয়ারি! ইজ়রায়েল এবং ইরানের সংঘর্ষ কোন পথে
শুক্রবার ইরানের পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েলি সামরিক বাহিনী। ইজ়রায়েলি হানায় ইরানের সেনা সর্বাধিনায়ক-সহ অন্য শীর্ষ সামরিক কর্তারা নিহত হয়েছেন। প্রত্যাঘাত করেছে ইরানও। দু’দেশই আরও জোরালো আক্রমণ এবং প্রতিআক্রমণের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইরান জানিয়ে দিয়েছে, শুক্রবার রাতের ‘সীমিত জবাবে’র মধ্যে এই সংঘর্ষ থেমে থাকবে না। আবার ইজ়রায়েলও জানিয়ে দিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকলে তেহরানবাসীকে এর ‘মাশুল গুনতে হবে’। ইরানের রাজধানী তেহরানকে জ্বালিয়েপুড়িয়ে খাক করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইজ়রায়েল। দু’পক্ষের কেউই পিছু হটতে নারাজ। এই অবস্থায় পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
ইরান-ইজ়রায়েল সংঘাত এবং আন্তর্জাতিক রাজনীতি
ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। ভেস্তে গিয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে বৈঠক। আজ আমেরিকার সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ইরানের। তবে ইরান জানিয়ে দিয়েছে, বৈঠকে বসার প্রশ্নই নেই। ওই আলোচনা অর্থহীন বলেই মনে করছে তারা। ইজ়রায়েলকে সাহায্য করলে পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সতর্কবার্তা দিয়েছে ব্রিটেন এবং ফ্রান্সকেও। ইরানের বিরুদ্ধে ইজ়রায়েলি হানার নিন্দা করেছে ৯ দেশীয় জোট সাংহাই কোঅপারেটিভ অর্গানাইজ়েশন। ওই জোটের অন্যতম সদস্য রাষ্ট্র ভারতও। তবে নয়াদিল্লি পৃথক একটি বিবৃতি দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খোঁজার প্রস্তাব দিয়েছে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২৭ বছরের খরা কাটাল দক্ষিণ আফ্রিকা, বাভুমাদের সব খবর
দীর্ঘ ২৭ বছর পর অভিশাপমুক্ত হল দক্ষিণ আফ্রিকা। টেস্ট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল টেম্বা বাভুমার দল। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর এই প্রথম কোনও বড় ট্রফি জিতল প্রোটিয়ারা। ফাইনালে অস্ট্রেলিয়াকে তারা হারাল ৫ উইকেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সব খবর।
অহমদাবাদ দুর্ঘটনা: ডিএনএ পরীক্ষা চলছে, কোন পথে তদন্ত
অহমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। মৃতদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। মিলে যাওয়ার পরেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে বিমান দুর্ঘটনার তদন্ত করছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি)। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ওই দুর্ঘটনাগ্রস্থ বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই ব্ল্যাকবক্সের তথ্য যাচাইয়ের কাজ চলছে। বিমান দুর্ঘটনার তদন্ত কোন পথে, সেই খবরের দিকে আজ নজর থাকবে।
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা, কয়েক জেলায় ভারী বর্ষণ
আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সকল জায়গায় হবে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হতে পারে ঝড়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ইংল্যান্ড সফরে ভারতীয় দলের প্রস্তুতির ম্যাচ, তৃতীয় দিনের খেলা
ইংল্যান্ড সফরে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। ভারত এ দলের বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি সারছে শুভমন গিলের দল। রান পেয়েছেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। রাহুল ৬৬ বলে ১০৭ রান করেন। পন্থ করেন ৩২ বলে ৫০। দলের সকলকেই দেখে নেওয়া হবে এই ম্যাচে। আজ তৃতীয় দিনের খেলা। শুরু বিকেল সাড়ে ৩টে থেকে।
শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ, প্রথম দিনই মেসির ইন্টার মায়ামির খেলা
আজ থেকে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ ফুটবল। প্রথম দিন রয়েছে চারটি ম্যাচ। শুরুতেই নামছে লিয়োনেল মেসির ইন্টার মায়ামি। তাদের খেলা আল আহলির সঙ্গে। এই ম্যাচ ভোর ৫:৩০ থেকে। বাকি তিনটি ম্যাচ রাতে। বায়ার্ন মিউনিখ-অকল্যান্ড সিটি খেলা রাত ৯:৩০ থেকে। পিএসজি-অ্যাটলেটিকো মাদ্রিদ রাত ১২:৩০ থেকে। রাত ৩:৩০ থেকে রয়েছে পামেইরাস-পোর্তো ম্যাচ।