Advertisement
E-Paper

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জ়েলেনস্কি, সংসদে বাদল অধিবেশন, রাজ্য মন্ত্রিসভার বৈঠক, দক্ষিণে বৃষ্টি জেলায় জেলায়… আর কী

রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন তিনি। এ বার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের পালা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন তিনি। এ বার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের পালা। আজই ওয়াশিংটনে যাচ্ছেন জ়েলেনস্কি। সেখানে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পরেই জ়েলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। এ বার সামনাসামনি আলোচনায় কী উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।

ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জেরে ভারত-মার্কিন সম্পর্কে টানাপড়েন অব্যাহত। সেই আবহে নয়াদিল্লি আসছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দু’দিনের সফরে আজই ভারতে আসার কথা তাঁর। সূত্রের খবর, চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠক হতে পারে।

সপ্তাহের শুরুতেই বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপিশাসিত রাজ্যে লাগাতার আক্রমণের ঘটনা এবং বাংলাভাষীদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়ার বিভিন্ন ঘটনার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা হতে পারে মন্ত্রিসভার বৈঠকে।

ভোট ‘চুরি’ এবং বিহারে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) নিয়ে বিতর্কের আবহেই নীতীশ কুমারের রাজ্যে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ এই যাত্রার দ্বিতীয় দিন। পদযাত্রায় শুধু কংগ্রেস নয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতানেত্রীরা যোগ দিয়েছেন। ১৬ দিন ব্যাপী এই পদযাত্রা ১ সেপ্টেম্বর শেষ হবে পটনায়। ১,৩০০ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে বিহারের মানুষের কাছে এসআইআর নিয়ে বার্তা দেওয়ার উদ্দেশেই এই কর্মসূচি। ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু আগে রাহুল স্পষ্ট জানান, বিহারের মানুষের ভোট চুরি করতে দেবেন না!

‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কলড ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের উদ্যোগে এসএসসি অফিস অর্থাৎ সল্টলেকের আচার্য সদন অভিযান হবে। আজ দুপুর ১২টায় এই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যেরা। প্রথমে বেলা ১২টায় জমায়েত করুণাময়ীতে। সেখান থেকেই অভিযান শুরু হবে। আন্দোলনকারীরা জানিয়েছেন, মেল করে বিধাননগর পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে অভিযানের কথা।

আজ থেকে আবার সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। এ বার বাদল অধিবেশনে প্রথম থেকেই এসআইআর, বাংলাদেশি সন্দেহে হেনস্থা— নানা বিষয়ে উত্তেজনা ছড়িয়েছে। প্রায় অনেক সময়ই বিরোধীদের হই হট্টগোলের কারণে অধিবেশন মুলতুবি করে দিতে হয়েছে। ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের এনডিএ সরকারকে একহাত নিচ্ছে বিরোধীরা। অনেকের মতে, অধিবেশনে ভোটার তালিকা বিতর্কের আঁচ পড়তে পারে। আজ এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারে গতিতে দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝোড়ো দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

News of the Day Russia-Ukraine Conflict Donald Trump Volodymyr Zelenskyy India-China Mamata Banerjee Rahul Gandhi SSC Protest Weather Today parliament
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy