দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরে ওয়াশিংটনে সোমবার রাতে (ভারতীয় সময় অনুসারে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গেও বৈঠকে বসেন তিনি। জ়েলেনস্কির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও আমেরিকায় গিয়েছেন। রুশ-ইউক্রেন সংঘর্ষ থামাতে গত বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবারের বৈঠকের পরে পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকে নজর থাকবে আজ।
দু’দিনের সফরে ভারতে এসেছেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সোমবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে উঠে এসেছে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে। ভারত-চিন সম্পর্ক মজবুত করতে সীমান্ত সমস্যা মেটানো প্রয়োজন, তা ওই বৈঠকে আবার তুলে ধরেছেন জয়শঙ্কর। আজ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসছেন চিনা বিদেশমন্ত্রী। এই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে আজ।
আজ মুম্বইয়ে এশিয়া কাপের জন্য ভারতীয় দল নির্বাচন। ওপেনিং, মিডল অর্ডার, উইকেটরক্ষক, স্পিনার, পেসার— সব বিভাগেই এ বার হাড্ডাহাড্ডি লড়াই। ভারতের টি-টোয়েন্টি দলে শেষ পর্যন্ত কোন ১৫ জন সুযোগ পাবেন? মুখ্য নির্বাচক অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীর কাদের দলে নেবেন? থাকছে ভারতীয় দল নির্বাচনের সব খবর।
স্প্যানিশ লিগে আজ অভিযান শুরু করছে রিয়াল মাদ্রিদ। গত বারের রানার্স রিয়ালের সামনে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওসাসুনা। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রেরা কি জয় দিয়ে মরসুম শুরু করতে পারবেন? খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সর্বত্র তা হবে না। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝোড়ো দমকা হাওয়ার জন্য রয়েছে হলুদ সতর্কতা। উত্তরের পাঁচ জেলায়— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী সাংসদেরা। তিনি ‘বিজেপি মুখপাত্রের’ মতো আচরণ করছেন বলে অভিযোগ বিরোধীদের। বিরোধী সাংসদদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন জ্ঞানেশ। এই নিয়ে সোমবার সংসদের ভিতরে এবং বাইরে বিক্ষোভ হয়েছে। আজ পরিস্থিতি কী থাকে, বিরোধী সাংসদেরা কী অবস্থান নেন, সে দিকে নজর থাকবে।