দু’সপ্তাহ সময় দিয়েছেন ট্রাম্প, ইরান এবং ইজ়রায়েল সংঘর্ষে কূটনৈতিক সমাধান কি সম্ভব
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছুটা সময় দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক পথে ইরান এবং ইজ়রায়েলের সংঘর্ষ থামানো সম্ভব কি না, তা দেখার জন্য দু’সপ্তাহ সময় দিতে চান তিনি। তার পরে ইরানে আক্রমণের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন তিনি। ইতিমধ্যে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিন ইউরোপীয় দেশের বিদেশমন্ত্রী। জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীদের সঙ্গে ইরানের ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধানও। বৈঠক শুরুর আগে ব্রিটেনের বিদেশমন্ত্রী দাবি করেছেন, পশ্চিম এশিয়ার সঙ্কট কাটানোর জন্য একটি জানলা এখন খুলে গিয়েছে। যদিও শুক্রবারও ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইজ়রায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে ইজ়রায়েলের হাইফা শহরে। আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি কেমন থাকে, কূটনৈতিক স্তরে আলোচনার পরে কোনও অগ্রগতি হয় কি না, সে দিকে নজর থাকবে।
শুরু হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট, দ্বিতীয় দিনের খেলা
ভারতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হয়ে গিয়েছে। লিডসে চলছে প্রথম টেস্ট। টস হেরে প্রথমে ব্যাট করছে ভারত। প্রথম দিনেই যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমন গিল শতরান করে দলকে ভাল জায়গায় নিয়ে গিয়েছেন। আজ দ্বিতীয় দিনের খেলা। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস ১ ও সোনি স্পোর্টস ৫ চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
আন্তর্জাতিক যোগ দিবস, বিশ্বের সঙ্গে পালন ভারতেও
আজ একাদশ আন্তর্জাতিক যোগ দিবস। যোগাভ্যাসের মাধ্যমে ভারত-সহ গোটা বিশ্বে পালিত হবে দিনটি। প্রতি বছরের মতো এ বারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিবস উদ্যাপনের পুরোভাগে থাকবেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রধানমন্ত্রী মোদী যোগাভ্যাসে অংশ নেবেন। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক এ বছর ‘যোগ সঙ্গমে’র মাধ্যমে যোগ দিবস পালনে উদ্যোগী হয়েছে। দেশে এক লক্ষ ‘যোগ সঙ্গমে’র ব্যবস্থা করা হয়েছে, যাতে যোগাভ্যাসের প্রকাশ্য উদ্যাপনে অংশগ্রহণ আরও বাড়ানো যায়। সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এই যোগাভ্যাস চলবে। ভারত এ বারের যোগ দিবস উদ্যাপন কর্মসূচির নাম দিয়েছে, ‘যোগ অভিন্ন পৃথিবীর জন্য, অভিন্ন স্বাস্থ্যের জন্য’।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বাধার মুখে রাজ্য সভাপতি, জেলা সদরগুলিতে বিক্ষোভ বিজেপির
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশি বাধার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিল বিজেপি। প্রতিটি জেলা সদরে বিক্ষোভ এবং পথ অবরোধ ডাক দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলটি। শুক্রবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন কর্মসূচির ফাঁকে বাইকে চড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজির বাড়ি যাওয়ার পথে সুকান্ত প্রথম পুলিশি বাধার মুখে পড়েন বলে বিজেপির অভিযোগ। তার পরে হরিশ মুখার্জি রোডে চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তিনি যাওয়ার চেষ্টা করেন— যে রজতশুভ্র ইংল্যান্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু পুলিশ সুকান্তকে রজতশুভ্রের বাড়ি পৌঁছোতে দেয়নি। মাঝপথেই তাঁকে এবং রজতশুভ্রকে আটক করে লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়। রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের পুলিশের এই আচরণের প্রতিবাদে আজ জেলায় জেলায় বিজেপি বিক্ষোভ করবে বলে ঘোষণা করা হয়েছে।
নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে, বৃষ্টি কমার পূর্বাভাস দু’বঙ্গেই
উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল। দিন দুয়েক আগে দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তবে বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে গিয়েছে। যদিও নিম্নচাপের প্রভাবে দু’-তিন দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও আবার ঝমঝমিয়ে চলছে বর্ষণধারা। রোদের তেজ নেই। আগামী দু’দিন গোটা বাংলায় একই আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ, খেলবে চ্যাম্পিয়ন্স লিগে রানার্স ইন্টার
ক্লাব বিশ্বকাপে আজ চারটি ম্যাচ। রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে রানার্স হওয়া ইন্টার মিলানের খেলা। তাদের সামনে উরাউয়া রেডস। এই ম্যাচ রাত ১২:৩০ থেকে। তার আগে বায়ার্ন মিউনিখ-বোকা জুনিয়র্স ম্যাচ ভোর ৬:৩০ থেকে। রাত ৯:৩০ থেকে রয়েছে মামেলোডি সানডাউনস-ডর্টমুন্ড ম্যাচ। আজকের শেষ ম্যাচ রাত ৩:৩০ থেকে। মুখোমুখি ফ্লুমিনেন্স ও উলসান। কাল ভোর ৬:৩০ থেকে রয়েছে রিভার প্লেট-মনটেরি খেলা। সব ম্যাচ দেখা যাবে ডিএজেডএন অ্যাপ ও ওয়েবসাইট এবং ফ্যানকোড অ্যাপে।