দমছে না কোনও পক্ষই, জারি হামলা ও পাল্টা হামলা, কোন পথে ইরান-ইজ়রায়েল সংঘাত
ইরান এবং ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষ ক্রমশ জটিল হচ্ছে। কোনও পক্ষই পিছু হটতে নারাজ। শনিবারও দুই দেশ একে অন্যের উপর হামলা চালিয়েছে। ইজ়রায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বার বার পরীক্ষার সামনে ফেলেছে ইরান। শনিবার ইরানের পাঠানো অন্তত একটি বোমারু ড্রোন আছড়ে পড়েছে ইজ়রায়েলের দক্ষিণ প্রান্তের এক শহরে। ইরানের এটিল বাহিনীর দুই কমান্ডার নিহত হয়েছেন ইজ়রায়েলি হানায়। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কূটনৈতিক স্তরেও আলোচনা শুরু হয়েছে। ৫৭টি ইসলামিক রাষ্ট্রের জোট ‘অর্গানাইজ়েশন অফ ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)-র বৈঠকে যোগ দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী। পশ্চিম এশিয়ার অশান্তির পরিস্থিতি নিয়ে তুরস্ককে পাশে পেয়েছে তেহরান। তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, পশ্চিম এশিয়ার শান্তি নষ্ট করছে ইজ়রায়েলই। সংঘর্ষ পরিস্থিতি আরও জটিল হয় কি না, সে দিকে নজর থাকবে আজ।
আমেরিকাও কি জড়িয়ে পড়বে সংঘর্ষে, কী ভাবছেন ট্রাম্প
আলোচনার মাধ্যমে ইজ়রায়েল-ইরান সংঘর্ষে কোনও ইতি টানা সম্ভব কি না, তা দেখতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে আক্রমণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দু’সপ্তাহ সময় নিয়েছেন তিনি। যদিও ইরানের সন্দেহ, ইজ়রায়েল যা করেছে, সেটিকে আড়াল করার চেষ্টা করছে আমেরিকা। সেই কারণেই আলোচনার কথা বলছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “আমরা জানি না এর পরেও আমেরিকাকে কী ভাবে বিশ্বাস করব।” আমেরিকা যদি আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করতে চায়, তবে সেই দৃঢ়তাও আমেরিকার আধিকারিকদের মধ্যে থাকা প্রয়োজন বলে মনে করছেন তিনি। এই অবস্থায় পশ্চিম এশিয়ার সংঘর্ষে আমেরিকার ভূমিকা কী থাকে, সে দিকে নজর থাকবে আজ।
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট, তৃতীয় দিনের খেলা
শতরানের হ্যাটট্রিক হয়েছে ভারতের। প্রথম দিন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের পর দ্বিতীয় দিন শতরান করেছেন ঋষভ পন্থ। তবু ৫০০ রানের গণ্ডি পেরতে পারেনি ভারত। কারণ করুন নায়ার, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুরেরা রান পাননি। প্রথম ইনিংস শেষ ৪৭১ রানে। আজ তৃতীয় দিনের খেলা। শুরু হবে বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস ১ ও সোনি স্পোর্টস ৫ চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এমসে কেমন আছেন প্রাক্তন বিচারপতি, সাংসদ অভিজিৎ
দিল্লি এমসের আইসিইউতে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত তিনি। সেই সঙ্গে গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস-ও রয়েছে। বেশ কয়েক দিন ধরেই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে তাঁকে জরুরি ভিত্তিতে দিল্লিতে পাঠানো হয়। আগামী দু’-তিন মাস তাঁকে এমসেই থাকতে হতে পারে। বিজেপি সূত্রের খবর, গুরুতর অসুস্থ অভিজিতের চিকিৎসার বিষয়টি দেখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। প্রতিদিন রিপোর্ট নেবেন স্পিকার ওম বিড়লাও।
ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় ভারী বর্ষণ
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে আবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও। দক্ষিণবঙ্গের ন’টি জেলায় আগামী সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাজ্যে সক্রিয় বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবেই আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়াতেও। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গেও।
ক্লাব বিশ্বকাপে রয়েছে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের খেলা
ক্লাব বিশ্বকাপে আজও চারটি ম্যাচ। একটি খেলা ভোরে, বাকি তিনটি রাতে। ভোর ৬:৩০ থেকে রয়েছে রিভার প্লেট-মনটেরি ম্যাচ। রাতের প্রথম ম্যাচে লড়াই জুভেন্টাস ও ওয়েদাদের। খেলা রাত ৯:৩০ থেকে। এর পর রাত ১২:৩০ থেকে রয়েছে রিয়াল মাদ্রিদ-পাচুকা ম্যাচ। সব শেষে রাত ৩:৩০ থেকে রয়েছে সালসবার্গ-আল হিলাল খেলা। কাল, সোমবার ম্যাঞ্চেস্টার সিটি-আল আইন ম্যাচ ভোর ৬:৩০ থেকে। সব ম্যাচ দেখা যাবে ডিএজেডএন অ্যাপ ও ওয়েবসাইট এবং ফ্যানকোড অ্যাপে।