মার্কিন হামলার পর, এ বার কি প্রত্যাঘাত ইরানের?
নানা জল্পনার মধ্যেই রবিবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) ইরানের তিন পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। তার মধ্যে ফোরডোর মাটির নীচে পরমাণুকেন্দ্রটিতে অন্তত ছ’টি ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলা হয়েছে বলে দাবি। আমেরিকার ওই হামলার পর কি ‘নতিস্বীকার’ করবে ইরান? না কি প্রত্যাঘাত হিসাবে আরও বড় কোনও হামলার ছক কষতে পারে তারা? আমেরিকা, ইজ়রায়েলকে ‘জবাব’ দিতে কোন কোন পথ নিতে পারে তেহরান, তা নিয়ে জোর আলোচনা চলছে। কেউ বলছেন, হরমুজ প্রণালীকে নিশানা করতে পারে ইরান। কেউ আবার বলছেন, ইরান এ বার পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। এই হুমকি তারা আগেই দিয়েছিল। ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলিকেও ইরান আমেরিকার বিরুদ্ধে মাঠে নামাতে পারে বলে মনে করছেন অনেকে। কারও আবার মত, আমেরিকার হামলার পরেও ইরান দমে যাবে না। তারা তাদের পরমাণু কর্মসূচি এগিয়েই নিয়ে যাবে।
কালীগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা
আজ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা। কালীগঞ্জ-সহ দেশের পাঁচ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণা হবে। প্রসঙ্গত, এ বছরের শুরুতে মারা যান কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তাঁর প্রয়াণে শূন্য হওয়া আসনে তৃণমূল প্রার্থী করে বিধায়ক-কন্যা আলিফা আহমেদকে। অপরদিকে রয়েছেন, বিজেপির আশিষ ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ। তবে মূল লড়াই তৃণমূল বনাম বিজেপি প্রার্থীরই।
বিধানসভায় বাদল অধিবেশন
ফের আজ বসছে বিধানসভার বাদল অধিবেশন। তবে সপ্তাহের প্রথম দিনের অধিবেশনে রাখা হয়নি প্রশ্নোত্তরপর্ব-সহ দৃষ্টি আকর্ষণী প্রস্তাব এবং উল্লেখ পর্ব। অধিবেশন বসবে কেবলমাত্র একটি অর্ধে। পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষ ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল আলোচনার পর পাশ হবে। শুক্রবার বিলটি আলোচনা হলেও, তা পাশ করানো হয়নি। ওইদিন বিজেপির মুখ্যসচেতক শঙ্কর ঘোষের বলার সময় শাসকপক্ষের মন্ত্রী বিধায়কেরা বাধা দিলে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। তাই সেই ঘটনার প্রভাব পড়তে পারে সোমবারের অধিবেশনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অধিবেশনে উপস্থিত থাকার কথা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনে যোগদান করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট, চতুর্থ দিনের খেলা
ভারতের প্রথম ইনিংসে ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৪৬৫ রান। মাত্র ৬ রানের লিড পেয়েছে ভারত। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের রান ২ উইকেটে ৯০। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে ৯৬ রান এগিয়ে তারা। খেলছেন শুভমন গিল ও লোকেশ রাহুল। এখন দেখার, চতুর্থ দিন কত রান করতে পারে ভারত। খেলা শুরু দুপুর সাড়ে ৩টে থেকে। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, সঙ্গে ঝড়! ভিজবে উত্তরও
আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তা চলবে মঙ্গলবার পর্যন্ত।
ক্লাব বিশ্বকাপে নামবে পিএসজি, ইন্টার মায়ামি
ক্লাব বিশ্বকাপে আজ রাতে চারটে ম্যাচ রয়েছে। গ্রুপ বি-র শেষ ম্যাচে মুখোমুখি প্যারিস সঁ জরমঁ ও সিয়াটল সাউন্ডার্স। অপর ম্যাচে খেলবে আতলেতিকো মাদ্রিদ ও বোটাফোগো। গ্রুপ এ-র শেষ ম্যাচে পোর্তোর বিরুদ্ধে নামবে আল আহলি। অন্য দিকে লিয়োনেল মেসির ইন্টার মায়ামি মুখোমুখি পামেইরাসের। যে হেতু গ্রুপের শেষ ম্যাচ তাই দুটো করে খেলা একই সময়ে শুরু। পিএসজি-সিয়াটল এবং আতলেতিকো-বোটাফোগো ম্যাচ শুরু রাত সাড়ে ১২টায়। পোর্তো-আল আহলি ও মায়ামি-পামেইরাস ম্যাচ শুরু ভোর সাড়ে ৬টায়। সব ম্যাচ দেখা যাবে ডিএজেডএন অ্যাপ ও ওয়েবসাইট এবং ফ্যানকোড অ্যাপে।