দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
শনিবার থেকে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ শহরে শুরু হয়েছে জি২০ সম্মেলন। সম্মেলনের আজ দ্বিতীয় দিন। শনিবার মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জি-২০ গোষ্ঠীর সম্মেলনে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেন্টানিলের প্রসঙ্গও তুলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার সাম্প্রতিক কাজকর্মে অসন্তুষ্ট হয়ে এ বারের সম্মেলনে থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-২০ সম্মেলন সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।
শুরুটা ভাল করেও ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সমস্যায় দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনের শেষে ২৪৭ রান তুলেছে তারা। পড়ে গিয়েছে ৬ উইকেট। কুলদীপ যাদব নিয়েছেন ৩ উইকেট। আজ দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার বাকি ৪ উইকেট কি দ্রুত তুলে নিতে পারবে ভারত? তারপর ব্যাটারদের পরীক্ষা। শুভমন গিল না থাকা ব্যাটিং লাইন-আপ কি এ বার দক্ষিণ আফ্রিকার স্পিন সামলাতে পারবে? আজ খেলা শুরু সকাল ৯টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের নিম্নচাপ অঞ্চল সক্রিয় রয়েছে। ফলে দিন কয়েক ধরেই ভাটা পড়েছে শীতের আমেজে। তা ছাড়া, আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে আন্দামান সংলগ্ন সমুদ্র সোমবার পর্যম্ত কিছুটা উত্তাল থাকবে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অঞ্চলের প্রভাব এখনই পড়ছে না দক্ষিণবঙ্গে। রাজ্যের সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রাতেও খুব বেশি হেরফের হবে না। দার্জিলিঙের কিছু এলাকায় শনিবার এবং রবিবার সামান্য বৃষ্টি হতে পারে। এ ছা়ড়া, আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সমুদ্রের পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।
আজ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি লক্ষ্য সেনের সামনে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। খেলতে হবে জাপানের ইউসি তানাকার বিরুদ্ধে। সেমিফাইনালে ১ ঘণ্টা ২৬ মিনিটের লড়াইয়ে লক্ষ্য হারান চাইনিজ় তাইপের চৌ তিয়েন চেনকে। দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে লক্ষ্য জেতেন ১৭-২১, ২৪-২২, ২১-১৬ ব্যবধানে। আজ কি খেতাব আসবে? খেলা শুরু সকাল ৯:১০ থেকে।
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের পরে স্বল্প সময়ের জন্য অস্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলেছেন লা গণেশন। তার পরে ২০২২ সালের ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বগ্রহণ করেন কেরলের প্রাক্তন আমলা তথা প্রাক্তন বিজেপি নেতা সিভি আনন্দ বোস। আজ পশ্চিমবঙ্গের রাজভবনে তাঁর কার্যকালের তিন বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে রাজভবনে বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে। একটি গণবিবাহ অনুষ্ঠানেরও আয়োজনের কথা বলা হয়েছিল, যদিও পরে তা বাতিল করে দেওয়া হয়। আজ নিজের কার্যকালের অভিজ্ঞতার বিষয়ে রাজ্যপাল কী বলেন, সে দিকে নজর থাকবে।