Advertisement
E-Paper

যুদ্ধ কি থামল। কোন পথে হাঁটবে আমেরিকা। ভারতীয় দলের সব খবর। আবহাওয়া। আর কী কী

ইজ়রায়েল জানিয়েছিল, ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, তাঁর প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষবিরতিতে সম্মত হচ্ছে। তবে ইরান ট্রাম্পের দাবি নিয়ে প্রাথমিক ভাবে কিছু জানায়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

যুদ্ধ কি থামল? ইরান আর ইজ়রায়েলের দ্বন্দ্ব, সেই সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি

ইরান ও ইজ়রায়েলের মধ্যে যুদ্ধবিরতির কথা প্রথম দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েল জানিয়েছিল, ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, তাঁর প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষবিরতিতে সম্মত হচ্ছে। তবে ইরান ট্রাম্পের দাবি নিয়ে প্রাথমিক ভাবে কিছু জানায়নি। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। কোথায় যুদ্ধবিরতি! দুই দেশকেই দেখা যায়, একে অপরের বিরুদ্ধে হামলা চালাতে। ইজ়রায়েল দাবি করে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইরান। তাই ইরানের প্রাণকেন্দ্র তেহরান লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেন ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তবে ইরান দোষ চাপায় ইজ়রায়েলের উপর। দুই দেশের সংঘর্ষে তপ্ত পশ্চিম এশিয়া। আজ দুই দেশ এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর থাকবে।

যুদ্ধবিরতি ভাঙায় চটেছেন ট্রাম্প, কোন পথে হাঁটবে আমেরিকা

যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর না-হওয়ায় ইরান এবং ইজ়রায়েল দুই দেশের উপরেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজ়রায়েলের উপরেই যে তাঁর বেশি রাগ, তা লুকোননি তিনি। যুদ্ধের পথ থেকে সরে আসার জন্য ইজ়রায়েলকে বলেন ট্রাম্প। ইরান থেকে ইজ়রায়েলি বিমান ফিরিয়ে আনতেও বলেন তিনি। এ বার পশ্চিম দুনিয়ার অশান্তি নিয়ে কী করেন ট্রাম্প, নজর থাকবে সেই খবরের দিকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বোলারদের ব্যর্থতায় প্রথম টেস্টে হার, সিরিজ়ে ঘুরে দাঁড়াবে ভারত? সব খবর

আশা জাগিয়েও পারল না ভারত। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হেরে গেলেন শুভমন গিলেরা। শেষ দিন মেঘলা আবহাওয়াও কাজে লাগাতে পারলেন না জসপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজেরা। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই কমে যাবে ভারতের। থাকছে সব খবর।

রথযাত্রা উপলক্ষে দিঘার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর

শুক্রবার রথযাত্রা। সেই উপলক্ষে আজ দিঘার উদ্দেশে রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে ঠিক ছিল বৃহস্পতিবার দিঘা যাবেন তিনি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আজ দিঘা যাচ্ছেন। দিঘার জগন্নাথ মন্দির থেকে রথযাত্রার সূচনা করবেন তিনি। রাজ্যের পাঁচ মন্ত্রী দিঘায় থাকবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।

দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বর্ষণ, দুর্যোগ উত্তরেও

আজ থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড়ের পাশাপাশি শুরু হবে ভারী বর্ষণ। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিা, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে আজ। এই জেলাগুলির পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূমেও। আজ উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। তবে দাপট কমবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে। ওই দিন দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি হবে।

ক্লাব বিশ্বকাপে পরের রাউন্ডে যেতে পারবে চেলসি, ইন্টার, রিভার প্লেট?

ক্লাব বিশ্বকাপে আজ মরণ-বাঁচন ম্যাচ চেলসির। হেরে গেলেই ছিটকে যাবে তারা। ড্র করলে চলে যাবে নক-আউট পর্বে। বিপক্ষে ইএস টিউনিস। ‘ডি’ গ্রুপেরই অন্য ম্যাচে মুখোমুখি ফ্ল্যামেঙ্গো এবং এলএএফসি। দু’টি ম্যাচই ভোর ৬:৩০ থেকে। ‘এফ’ গ্রুপে জমজমাট লড়াই। মুখোমুখি ডর্টমুন্ড ও উলসান। অন্য ম্যাচে লড়াই মামেলোডি এবং ফ্লুমিনেন্সের। ডর্টমুন্ড এবং ফ্লুমিনেন্স ৪ পয়েন্টে রয়েছে। মামেলোডির ৩ পয়েন্ট। উলসান আগেই ছিটকে গিয়েছে। এই গ্রুপের দু’টি ম্যাচ রাত ১২:৩০ থেকে। কাল ভোরে পরের রাউন্ডে যাওয়ার লড়াই ইন্টার মিলান ও রিভার প্লেটের। ‘ই’ গ্রুপে দু’টি দলেরই ৪ পয়েন্ট। এই গ্রুপে অন্য ম্যাচে লড়াই উরাওয়া ও রেডস মন্টেরির। এই দু’টি ম্যাচ ভোর ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে ডিএজ়েডএন ওয়েবসাইট এবং অ্যাপে।

News of the Day Donald Trump Mamata Banerjee Digha Jagannath Temple India vs England 2025 Alipore Weather Office Iran-Israel Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy