যুদ্ধবিরতির পর কী চলছে ইরান-ইজ়রায়েলে, পশ্চিম এশিয়ায় কি স্থায়ী হবে শান্তি
ইরান এবং ইজ়রায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। দু’দেশের যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত স্থায়ী হবে? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী হলে পশ্চিম এশিয়ায় অস্থিরতা কাটতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসবে আমেরিকা। আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আমেরিকার প্রতিনিধিদলের বৈঠক হতে পারে। সেখানে কোনও চুক্তি স্বাক্ষরিত হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এই অবস্থায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং আমেরিকার অবস্থানের দিকে নজর থাকবে আজ।
দিঘায় জগন্নাথ মন্দিরের রথের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী মমতা
রথযাত্রার প্রস্তুতি পর্ব নিজে দেখভাল করতে গতকালই দিঘা পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিনভর শেষ মুহূর্তের আয়োজনে নজর রাখবেন তিনি। অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, এ বার দিঘায় মহাধূমধামে রথযাত্রাও পালিত হবে। প্রথম বারের সেই আয়োজনে যাতে কোনও ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতে রথযাত্রার দু’দিন আগেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন দিঘায়। শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রস্তুতি নয়, দিঘা জুড়ে অন্যান্য যা আয়োজন হচ্ছে, তা-ও মুখ্যমন্ত্রী নিজেই খতিয়ে দেখবেন।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মহাকাশে পাড়ি শুভাংশুদের, আজই পৌঁছে যাবেন গন্তব্যে
বুধবার মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্ল-সহ চার মহাকাশচারী। গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। বুধবার ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লোরিডা থেকে শুভাংশুদের নিয়ে রওনা দিয়েছে স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’। সব কিছু ঠিক থাকলে আজ বিকেলে (ভারতীয় সময় অনুযায়ী) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছোনোর কথা তাঁদের। শুভাংশুর মহাকাশযাত্রায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরের দিকে নজর থাকবে আজ।
ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া! রথে ভাসবে কোন কোন জেলা
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়। কলকাতাও সেই তালিকায় রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। এ ছাড়া, বুধ ও বৃহস্পতিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওই দু’দিন সমুদ্র উত্তাল থাকবে। সেই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।
গাওস্করের কথা কি শুনবেন শুভমন গিলেরা? ভারতীয় দলের সব খবর
হেডিংলে টেস্টে শুভমন গিলদের হারের পর সুনীল গাওস্করের পরামর্শ, সব ভুলে মন দিয়ে অনুশীলন করুক ভারত। কথা কি শুনলেন ইংল্যান্ড সফরে যাওয়া ভারতীয় ক্রিকেটারেরা? ২ জুলাই দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের সব খবর।
ক্লাব বিশ্বকাপে প্রি-কোয়ার্টারে কার সামনে কে? নিশ্চিত হয়ে যাবে সূচি
আজ ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের লাইন-আপ সম্পূর্ণ হয়ে যাবে। ভোর ৬:৩০-এ রয়েছে ‘ই’ গ্রুপের দু’টি ম্যাচ। মুখোমুখি উরাওয়া রেডস ও মন্টেরি এবং ইন্টার মিলান ও রিভার প্লেট। ইন্টার ও রিভার প্লেটের পয়েন্ট ৪। মন্টেরি রয়েছে ২ পয়েন্টে। ছিটকে গিয়েছে উরাওয়া। ‘জি’ গ্রুপে রয়েছে জুভেন্টাস বনাম ম্যাঞ্চেস্টার সিটি ও ওয়েদাদ বনাম আল আইন খেলা। এই গ্রুপ থেকে জুভেন্টাস ও সিটি আগেই প্রি-কোয়ার্টারে উঠে গিয়েছে। এই দু’টি ম্যাচ রাত ১২:৩০ থেকে। ‘এইচ’ গ্রুপে কাল লড়াই আল হিলাল ও পাচুকা এবং রিয়াল মাদ্রিদ ও আরবি সালসবার্গের। দু’টি খেলাই ভোর ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে ডিএজ়েডএন ওয়েবসাইট এবং অ্যাপে।