অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে বছরের সর্বপ্রথম গ্রান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। আর টুর্নামেন্ট শুরুতেই নেটিজেনদের নজর কেড়েছে এই টুর্নামেন্টের টস। ম্যাচের টস বয় অদ্ভুত কায়দায় টস করে চমকে দিয়েছেন সকলকে। সেই টস করার ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল।
অস্ট্রেলীয় ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন কেই নিশিকোরি ও কামিল মাজযাক। ম্যাচ শুরু আগে টস করতে আসেন টস বয়। সেই এক মিনিটের টসে তিনি যা খেল দেখিয়েছেন তা নিয়ে উচ্ছ্বসিত নেটিজেনরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথমে ডান পায়ে করে টসের কয়েনটিকে উপরে তুললেন তিনি। তারপর নিজের চারপাশে একবার ঘুরে নিয়ে দু আঙুলের ফাঁকে ধরে নিলেন সেই কয়েন। তারপর শূন্যে ছুঁড়ে দিলেন টসের জন্য।
আরও পড়ুন: ব্রেক্সিট প্রশ্নে হারের পর আজ অনাস্থা ভোটের মুখে টেরেসা মে সরকার
...did not expect that 😂#AusOpen pic.twitter.com/lse1gXZEDe
— #AusOpen (@AustralianOpen) January 15, 2019
নেটের পাশে দাঁড়িয়ে টস বয়ের এই কাণ্ড দেখে তখন মিটিমিটি হাসছেন ম্যাচ রেফারি। খেলোয়াড়রাও ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আগে পেয়ে গেলেন মজার খোরাক। এই ঘটনার ভিডিয়ো অস্ট্রেলিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ টাকার ঘরে থাকে এই পোষ্য বিড়ালরা
(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)