Advertisement
E-Paper

‘চরম বিশ্বাসঘাতকতা’! অভিবাসীদের প্রতি সুর নরমের জন্য ফের বাইডেনকে দুষলেন ট্রাম্প

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারে অবৈধ অনুপ্রবেশ সমস্যাকেই অন্যতম হাতিয়ার করেছিলেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে লক্ষ লক্ষ অবৈধবাসীকে তাড়িয়ে দেবেন আমেরিকা থেকে। ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বহু অবৈধবাসীকে চিহ্নিত করে দেশে ফেরতও পাঠানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৩:২৬
(বাঁ দিকে) জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

ফের আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, বাইডেন সীমান্ত উন্মুক্ত রাখার জন্যই বহু অপরাধী বেআইনি ভাবে আমেরিকায় ঢুকেছিলেন, যাঁদের দেশে ফেরাতে কোটি কোটি ডলার মাশুল গুনতে হয়েছে আমেরিকাকে।

বুধবার সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল-এর একটি পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, এত দিন ধরে বহু অপরাধী, মাদক ব্যবসায়ী এবং মানসিক ভাবে বিকারগ্রস্ত ব্যক্তিকে বিনা বাধায় আমেরিকায় প্রবেশের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। ট্রাম্প বলেন, ‘‘এটি ইচ্ছাকৃত ভাবে পরিকল্পনা করে করা হয়েছে। এটি দেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা, যা আমেরিকাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতির জন্যই অপরাধীরা আমাদের দেশে ইচ্ছামতো প্রবেশ করেছে। ওই অপরাধীদের দেশে ফেরাতে আমাদের কোটি কোটি ডলার ক্ষতি হয়েছে।’’ পোস্টে বাইডেনকে ‘বোধশক্তিরহিত’ বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তাঁর কটাক্ষ, এ সব বাইডেন নিজে করেননি। বরং বাইডেনের মতো ‘মানসিক প্রতিবন্ধী’ এক ব্যক্তিকে কাজে লাগিয়ে আমেরিকার প্রেসিডেন্টপদ চুরি করেছেন কিছু সুযোগসন্ধানী লোক, তাঁরাই আদতে আমেরিকার সঙ্গে এই বিশ্বাসঘাতকতা করেছেন।

ট্রাম্প বলেন, ‘‘সবাই জানে জো বাইডেন কখনওই মাদক ব্যবসায়ী, অপরাধী এবং বিকারগ্রস্তদের এ দেশে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এবং অযৌক্তিক ভাবে ঢুকতে দেবেন না। তাঁর প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে কিছু মানুষ এই কাজটি করেন। আমাদের দেশকে ধ্বংস করতে চাওয়া বিশ্বাসঘাতকদের কঠোর শাস্তি হওয়া উচিত।’’ উল্লেখ্য, গত শুক্রবারই জানা গিয়েছে, বাইডেন ক্যানসারে আক্রান্ত। শারীরিক পরীক্ষায় তাঁর মূত্রাশয়ে ক্যানসার ধরা পড়েছে। রোগ অত্যন্ত ‘আক্রমণাত্মক’ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারে অবৈধ অনুপ্রবেশ সমস্যাকেই অন্যতম হাতিয়ার করেছিলেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে লক্ষ লক্ষ অবৈধবাসীকে তাড়িয়ে দেবেন আমেরিকা থেকে। ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বহু অবৈধবাসীকে চিহ্নিত করে দেশে ফেরতও পাঠানো হয়েছে। যদিও হোয়াইট হাউসের পরিসংখ্যান বলছে, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প তাঁর প্রথম মাসে মোট ৩৭ হাজার ৬৬০ জন অবৈধবাসীকে আমেরিকা থেকে তাড়িয়েছেন। অথচ, বাইডেন ক্ষমতায় থাকাকালীন শেষ বছরে এই ধরনের বিতাড়নের মাসিক গড় ছিল ৫৭ হাজার। তবে এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা, বাইডেনের সময়ে আমেরিকায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যা অনেক বেশি ছিল। সেই কারণেই তাঁদের বিতাড়নের সংখ্যাও বেশি।

Donald Trump Joe Biden Immigration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy