Advertisement
E-Paper

ঘাতক ট্রাক পিষে মারল ১২ জনকে, বার্লিনে ফিরল নিস সন্ত্রাসের আতঙ্ক

আবারও কি সন্ত্রাসবাদী হামলা হল ইউরোপে? ফ্রান্সের নিসের বাস্তিল দিবসের স্মৃতি ফিরে এল বার্লিনে। পশ্চিম বার্লিনে কাইজার উইলহেম মেমোরিয়াল গির্জার কাছে বড়দিনের বাজারে ঢুকে পড়ল ট্রাক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ১১:৪১
ট্রাকের আঘাতে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। চলছে উদ্ধারকার্য। ছবি: রয়টার্স।

ট্রাকের আঘাতে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। চলছে উদ্ধারকার্য। ছবি: রয়টার্স।

আবারও কি সন্ত্রাসবাদী হামলা হল ইউরোপে? ফ্রান্সের নিসের বাস্তিল দিবসের স্মৃতি ফিরে এল বার্লিনে। পশ্চিম বার্লিনে কাইজার উইলহেম মেমোরিয়াল গির্জার কাছে বড়দিনের বাজারে ঢুকে পড়ল ট্রাক। বাজারে ভালই ভিড় ছিল। ট্রাকের আঘাতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে ৪৮ জন হাসপাতালে ভর্তি আছেন। বার্লিন পুলিশ সূত্রে খবর, ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ এক জনকে গ্রেফতারও করেছে। গত বছরের ১৪ জুলাই নিসে এমনই ট্রাক নিয়ে বাস্তিল দিবসে আতসবাজির প্রদর্শনী দেখতে আসা জনতার মাঝে ঢুকে পড়েছিল সন্ত্রাসবাদী। সেই ঘটনায় মারা যান ৮৬ জন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমাবর্ষণে বিধ্বস্ত গির্জাটিকে সেই অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এই গির্জার কাছে গত ৩৩ বছর ধরে বড়দিনের বাজার বসে। বার্লিনবাসীর কাছে বাজারটি খুবই জনপ্রিয়। এর আশেপাশে অনেকটা অংশই পথচারীদের জন্য সংরক্ষিত। পুলিশ সূত্রে খবর, ট্রাকটি ঘণ্টায় প্রায় ৪০ মাইল বেগে চলছিল। এই বেগেই ট্রাকটি ফুটপাথে উঠে বাজারের মধ্যে ঢুকে পড়ে। ট্রাকটির থামার কোনো লক্ষণ ছিল না বলে জানিয়েছেন প্রতক্ষ্যদর্শীরা। ভয়ে বাজারের লোকজন যে যেখানে পারেন ছুটতে শুরু করেন।

আরও পড়ুন: আঙ্কারায় হত রুশ রাষ্ট্রদূত, সিরিয়া নিয়ে প্রশ্নের মুখে রাশিয়া-তুরস্ক সম্পর্ক

প্রতক্ষ্যদর্শীদের একাংশ জানান, ট্রাকটিকে গুলি করে থামানো হয়। ট্রাকের উইন্ডশিল্ডে গুলির গর্ত দেখেছেন বলে জানিয়েছেন কয়েক জন প্রত্যক্ষদর্শী। ট্রাকের মধ্যে এক জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তি পোলিস নাগরিক। এর আগেই বেশ কয়েক জনকে পিষে দিয়েছে ঘাতক ট্রাকটি। রক্ত ভরা ফুটপাথ ও রাস্তা জুড়ে হত, আহতদের পড়ে থাকতে দেখা যায়। দ্রুত আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা শুরু হয়। কিন্তু সবাইকে বাঁচানো যায়নি। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে।

দেখুন ভিডিও

ঘটনাটি অনেকেটাই নিসের সঙ্গে মিলে যাচ্ছে। এবং ইউরোপ জুড়েই এই ধরনের হামলা চালনোর বার্তা দিয়ে রেখেছে ইসলামিক স্টেট (আইএস)। হাতের কাছে যা পাওয়া যাবে তাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে সেই সব বার্তায়। ইউরোপ জুড়েই আইএস-এর জালা গভীর ভাবে ছড়িয়ে পরেছে। সেই জাল কেটে ঢুকতে গোয়েন্দাদের কাল ঘাম ছুটছে। ফলে ঘটনার পরে এর সঙ্গে সন্ত্রাসবাদের যোগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জার্মান গোয়েন্দারা ঘটনাটিকে সন্ত্রাসবাদ ধরেই এগতো শুরু করেছেন। কিন্তু এখনই ঘটনাটিকে সন্ত্রাস হিসেবে ঘোষণা করা হয়নি। তবে ট্রাকটি যে সংস্থার তাদের আশঙ্কা ট্রাকটিকে হয়তো হাইজ্যাক করা হয়েছিল। জার্মান গোয়েন্দা সূত্রে খবর, ট্রাকটির চালক আফগানিস্তান বা পাকিস্তান থেকে শরণার্থী হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মানি এসেছিলেন। পোল্যান্ডে রেজিস্ট্রার করা ট্রাকটি। ট্রাক সংস্থাটি চালকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এবং প্রায় দু’কিলোমিটার দূর থেকে যাকে আটক করা হয়েছে তার জেরা চলছে। মার্কিন গোয়েন্দারা বড়দিনের সময়ে ইউরোপ জুড়ে হামলার আশঙ্কা করেছিলেন। সেই মতো মার্কিন নাগরিকদের বড়দিনের সময়ে ইউরোপে গেলে সতর্ক থাকতে বলা হয়েছিল।

Truck Crash Berlin Christmas market Dead Terrorist Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy