ক্ষমতায় এলে ব্যবসা থেকে পাওয়া যে কোনও আয়ের উপরে সর্বোচ্চ ১৫ শতাংশ কর ধার্য করতে চান ডোনাল্ড ট্রাম্প। আজ ডেট্রয়েটে এক বক্তৃতায় এ কথা জানান রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। মৃত ব্যক্তির সম্পত্তি হস্তান্তরের উপরে কর তুলে দিতে চান তিনি। করমুক্ত করতে চান শিশুর লালনপালন সংক্রান্ত সব খরচকে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, মার্কিন কর ব্যবস্থায় কেবল তিনটি শ্রেণি থাকা উচিত। ‘চাকরির সুযোগ নষ্ট করতে ওস্তাদ’ আমলাদের সরানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প।