আগামী এক সপ্তাহের মধ্যে গাজ়া ও ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি হতে পারে বলে ঘোষণা করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্পের এই আচমকা ঘোষণায় আশার আলো দেখছেন গাজ়ার বাসিন্দারা। একই সঙ্গে প্রশ্ন উঠছে, গাজ়া-ইজ়রায়েলের যুদ্ধবিরতি নিয়ে বিশ্বের কোথাও কোনও আলোচনা বা বৈঠক এই মুহূর্তে হচ্ছে না। অন্তত তেমন কোনও ঘোষণা কোনও পক্ষই করেনি। ইজ়রায়েলও যুদ্ধ থামানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি। বরং গাজ়া ভূখণ্ডে আক্রমণ জোরদার করেছে তারা। গাজ়ার স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় সেখানে ৮১ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। জখম অন্তত ৪২২ জন। তা হলে সংঘর্ষবিরতির কথা কী ভাবে ঘোষণা করলেন ট্রাম্প?
এ প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, দু’দেশের মধ্যে যুদ্ধ থামাতে যাঁরা মধ্যস্থতা করছেন, তাঁদের কয়েক জনের সঙ্গে কথা বলেই তাঁর এই ধারণা হয়েছে। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয়, আর দেরি নেই। যারা এ বিষয়ে যুক্ত তাঁদের কয়েক জনের সঙ্গে কথা হয়েছে। মনে হয়, সামনের সপ্তাহের মধ্যে সংঘর্ষবিরতি চালু হয়ে যাবে।’’
যদিও সংবাদমাধ্যমের দাবি, গাজ়ার বিরুদ্ধে যুদ্ধ থামাতে ইজ়রায়েল কোনও আগ্রহ প্রকাশ করেনি। বরং সাম্প্রতিক বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, গাজ়ার নিরীহ, নিরস্ত্র মানুষকে নিশানা করছে ইজ়রায়েলি সেনা। ত্রাণ ও খাবারের লাইনে দাঁড়ানো বুভুক্ষু মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। গাজ়ায় গণহত্যা নিয়ে বিশ্ব জুড়ে নিন্দা ও সমালোচনার মুখে পড়েছে ইজ়রায়েল। যুদ্ধ থামানোর দাবিতে দেশের ভিতরেও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়েছে। ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।
তবে ইজ়রায়েল প্রশাসন সূত্রের খবর, সরকারের কৌশলগত দফতরের মন্ত্রী রন ডারমার আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন। সেখানে গাজ়া, ইরান প্রসঙ্গে আলোচনা হতে পারে। ওই সময়ে হোয়াইট হাউসে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)