প্রাক্তন এফবিআই অধিকর্তার সঙ্গে জটিলতা, রুশ তদন্ত এবং অডিও টেপ নিয়ে প্রশ্ন— সপ্তাহান্তটা এই সব বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গল্ফ ক্লাবে হাল্কা মেজাজেই দেখতে পাওয়া গিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে।
তিনি গল্ফ খেলেছেন কি না জানা যায়নি তবে ওই ক্লাবে আয়োজিত একটি বিয়েবাড়িতে ঢুকে পড়ে চমকে দিয়েছেন সবাইকে। এমনটা এই প্রথম অবশ্য নয়। গত ফেব্রুয়ারিতেই ফ্লোরিডায় তাঁর মার-আ-লাগো রিসর্টে একটি বিয়েবাড়িতে ঢুকে পড়েছিলেন ট্রাম্প।
এ বারও খানিকটা সেই ঢংয়ে ট্রাম্প হানা দেন বিবাহ উৎসবে। খোশমেজাজে ছবি-টবি তুলে ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ লেখা টুপিতে সই করে অতিথিদের মাতিয়ে দিয়েছেন ট্রাম্প। নিন্দুকেরা বলেন, এ সব তাঁর ব্যবসায়িক কৌশল। কারণ তাঁর রিসর্টে বা ক্লাবে যাঁরা বিয়েবাড়ির আয়োজন করবেন, তাঁদের জন্য বিজ্ঞাপন এটাই যে, ট্রাম্প আসতে পারেন আপনার অভ্যাগত হয়ে! মার্কিন প্রেসিডেন্ট অবশ্য ও সবে কান দেন না। নিউ জার্সির ক্লাবের ব্রোশিওরে অবশ্য তেমন বিজ্ঞাপনই রয়েছে। যেখানে লেখা: ‘‘আপনার বিয়ের দিনে যদি উনি শহরে থাকেন, তা হলে ধরেই নিন হাজির হবেন উনি। সুখী দম্পতিকে শুভেচ্ছা জানাবেন। ভাগ্য সদয় হলে প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলার সুযোগও মিলবে!’’
গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় অবশ্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পরে ওই কাণ্ডটি ঘটিয়েছিলেন ট্রাম্প। উত্তর কোরিয়ার বিরুদ্ধে তখন জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে। সেই সূত্রেই ট্রাম্প-আবে বৈঠক করেন। সেই সবের পরে ট্রাম্প মজা করার জন্য ঢুকে পড়েন তাঁর পাম বিচ রিসর্টে এক অচেনা বিয়েবাড়িতে। সেখানে বলে বসেন, ‘‘জাপানের প্রধানমন্ত্রীকে বললাম, কাম অন শিনজো! সব ভুলে গিয়ে হ্যালো বলি চলো!’’ ট্রাম্পের সেই কথা ভিডিওয় রেকর্ডও করে নেন কেউ কেউ।