Advertisement
E-Paper

ইন্দোনেশিয়ায় লাইভ কনসার্টে আছড়ে পড়ল সুনামি, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো

শনিবার রাতেই উপকূলের ধারে তানজুং লেসাং বিচ রিসর্টে একটি ওপেন এয়ার লাইভ কনসার্ট চলছিল ‘সেভেন্টিন’ নামে একটি ব্যান্ডের। সেই সময়ই উপকূলে আছড়ে পড়ে সুনামি। পুরো মঞ্চে গুঁড়িয়ে যায়। জলে তলিয়ে যান ব্যান্ডের প্রায় সবাই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১৮:০০
সুনামি আছড়ে পড়ার মুহূর্তে। ভিডিয়ো থেকে নেওয়া ছবি

সুনামি আছড়ে পড়ার মুহূর্তে। ভিডিয়ো থেকে নেওয়া ছবি

মঞ্চে চলছে লাইভ ব্যান্ড শো। গানের সুরে-ছন্দে মুগ্ধ দর্শকরা। কিন্তু আচমকাই ছন্দপতন। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ। এক লহমায় নীচে পড়ে গেলেন গায়ক থেকে শুরু করে ব্যান্ডের সদস্যরা। আতঙ্কে হুড়োহুড়ি দর্শকদের মধ্যে। ইন্দোনেশিয়াসুনামির এমনই একটি ভয়ঙ্কর ভিডিয়ো ধরা পড়েছে ক্যামেরায়। ব্যান্ডের ‘লিড সিঙ্গার’ জানিয়েছেন, ‘‘দলের দু’জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও কয়েক জন।’’

সমুদ্রে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের জেরে শনিবার ইন্দোনেশিয়ার সময় রাত সাড়ে ন’টা নাগাদ সুনামি আছড়ে পড়ে উপকূলে। দক্ষিণ সুমাত্রার সুন্দা প্রণালীর সৈকতগুলিতে সুনামির জেরে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। আহতের সংখ্যা ৬০০-রও বেশি। এখনও নিখোঁজ বহু।

আর শনিবার রাতেই উপকূলের ধারে তানজুং লেসাং বিচ রিসর্টে একটি ওপেন এয়ার লাইভ কনসার্ট চলছিল ‘সেভেন্টিন’ নামে একটি ব্যান্ডের। সেই সময়ই উপকূলে আছড়ে পড়ে সুনামি। পুরো মঞ্চে গুঁড়িয়ে যায়। জলে তলিয়ে যান ব্যান্ডের প্রায় সবাই।

আরও পড়ুন: উপরে সড়কপথ, নীচে রেল! উদ্বোধনের অপেক্ষায় দেশের দীর্ঘতম দোতলা ব্রিজ

পরে ওই ব্যান্ডের মূল গায়ক রিফিয়ান ফজরসিয়া ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিয়ো পোস্ট করেন। তাঁর স্ত্রী-ও ওই ঘটনার পর থেকেই নিখোঁজ। তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে পোস্ট করা ওই ভিডিয়োতে। কিছুটা সামলে নিয়ে তিনি বলেন, ‘‘আমাদের বেস গিটারিস্ট বানি এবং রোড ম্যানেজার ওকি-কে আমরা হারিয়েছি। ড্রামার অ্যান্ডি, অন্য গিটারিস্ট হারমন, ক্রু মেম্বার উজাংকে এখনও পাওয়া যায়নি। আর আপনারা প্রার্থনা করুন, যাতে ওদের সঙ্গে আমার স্ত্রী ডাইলান সাহারাকে তাড়াতাড়ি খুঁজে পাই।’’ তবে ব্যান্ডের অন্যরা নিরাপদ বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পর্ন সাইট রুখতে গিয়ে খাল কেটে কুমির ডেকে আনল কেন্দ্র?

ইন্দোনেশিয়ার ব্যান্ডগুলির মধ্যে ‘সেভেন্টিন’-এর জনপ্রিয়তা তুঙ্গে। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় দু’লাখ ৬০ হাজার। কিছুদিন আগেই ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে জানানো হয়, ২১ থেকে ২৩ ডিসেম্বর তানজুং লেসাং বিচ রিসর্টে অনুষ্ঠান করবেন তাঁরা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানেই এই বিপর্যয়।

(সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

Indonesia Tsunami Indonesia Tsunami Volcanic Eruption
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy