Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

পাভলভের পরীক্ষার উলটপুরাণ, ঘণ্টা বাজিয়ে খাবার চাইছে বিড়াল!

কুকুরের পরীক্ষায় পাভলভের প্রমাণ করে দেওয়া ‘থিওরি’ এ বার যেন প্রায় ভেস্তে যাওয়ার মুখে। সৌজন্যে দুই বিড়াল। নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে কুকুরকে খেতে দিয়ে প্রতিবর্ত ক্রিয়া প্রমাণ করেছিলেন ইভান পাভলভ।

ঘটনার দুই ‘নায়ক’। ছবি: ইউটিউবের সৌজন্যে

ঘটনার দুই ‘নায়ক’। ছবি: ইউটিউবের সৌজন্যে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১৪:১৩
Share: Save:

কুকুরের পরীক্ষায় পাভলভের প্রমাণ করে দেওয়া ‘থিওরি’ এ বার যেন প্রায় ভেস্তে যাওয়ার মুখে। সৌজন্যে দুই বিড়াল।

নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে কুকুরকে খেতে দিয়ে প্রতিবর্ত ক্রিয়া প্রমাণ করেছিলেন ইভান পাভলভ। পরীক্ষায় দেখা গিয়েছিল, বেশ কয়েক দিন ধরে একটা নির্দিষ্ট সময়ে ঘণ্টা বাজিয়ে খাবার দেওয়ার ফলে স্বয়ংক্রিয়ভাবেই প্রতি দিন ওই সময়ে লালা নিঃস্বরণ হচ্ছে কুকুরের। কিন্তু এ ক্ষেত্রে উল্টে গেল গোটা ঘটনাটাই। ঘণ্টা বাজিয়ে এ বার মানুষের কাছ থেকেই খাবার চাইল দু’টি বিড়াল। সম্প্রতি টুইটারে এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, টেবলে খাবারের থালা সামনে নিয়ে বসে রয়েছে দু’টি বিড়াল। পাশেই রয়েছে দু’টি ঘণ্টা। বিড়াল দু’টি বারবার ঘণ্টা বাজিয়ে খাবার চাইছে। সেই মতো তাদের খাবার দেওয়াও হচ্ছে।

দেখুন সেই ভিডিও

ভাইরাল এই ভিডিওতে মন্তব্য করেছেন অনেকেই। কেউ বলছেন, “মানুষকে সঠিক প্রশিক্ষণ দিতে পেরেছে বিড়াল দু’টো। অভিনন্দন।” কেউ বা বলছেন, ‘‘এই বিড়ালদের দেখে বিজ্ঞানীদের শেখা উচিত।’’ অন্য দিকে ব্রিটিশ শ্রমিক সংগঠনের নেতা টম ওয়াটসন লিখেছেন, ‘‘ভিডিওটি না দেখে থাকতে পারলাম না।’’ পশু বিশেষজ্ঞ গিউলিয়া ক্রোচ লেখেন, ‘‘অনেক দিন পর এত সুন্দর একটা ভিডিও দেখলাম!’’

টম ওয়াটসনের সেই টুইট

সম্প্রতি অরিগন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে, বেশির ভাগ বিড়ালই মানুষের সঙ্গ ভালবাসে। শুধু তাই নয়, মানুষের সঙ্গে খেতে এবং পুতুল নিয়ে খেলতেও ভালবাসে। মানুষের কিছু কিছু ব্যবহারও আয়ত্ত করতে পারে বিড়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cats Video Ivan Pavlov Pavlov's Dog Experiment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE