সূর্যকুমার যাদব, শুভমন গিল টানা রান পাচ্ছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ বাড়ছে অধিনায়ক এবং সহ-অধিনায়কের ফর্ম নিয়ে। এর মধ্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শতরান করে গৌতম গম্ভীর, অজিত আগরকরদের বার্তা দিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর শতরানের সুবাদে সুপার লিগের ম্যাচে হরিয়ানাকে হারাল মুম্বই।
ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে হরিয়ানা। জবাবে ১৭.৩ ওভারে ৬ উইকেটে ২৩৮ মুম্বইয়ের। ওপেন করতে নেমে যশস্বী ৫০ বলে ১০১ রানের ইনিংস খেললেন। ১৬টি চার এবং ১টি ছয় মারলেন ভারতীয় দলের তরুণ ব্যাটার। টেস্ট এবং এক দিনের ক্রিকেটে যশস্বীকে বিবেচনা করা হলেও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভাবছেন না ভারতীয় দলের কোচ গম্ভীর এবং প্রধান নির্বাচক আগরকর। তাঁকে দলেও রাখা হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্ম হারানো সূর্য এবং শুভমনকে নিয়ে উদ্বেগ যখন মারছে, সে সময়ই যশস্বীর শতরান তাঁদের জন্য বার্তার মতো।
মুম্বইয়ের ভাল রান পেয়েছেন সরফরাজ় খানও। তিন নম্বরে নেমে তিনি করেছেন ২৫ বলে ৬৪। ৯টি চার এবং ৩টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। যশস্বীর সঙ্গে ওপেন করতে নেমে অজিঙ্ক রাহানে করেছেন ১০ বলে ২১। ২টি চার এবং ১টি ছয় মেরেছেন তিনি। তবে রান পেলেন অঙ্গকৃশ রঘুবংশী (৭), শার্দূল ঠাকুর (২)। হরিয়ানার সফলতম বোলার সামন্ত জাখর ৪২ রানে ২ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:
প্রথমে হরিয়ানার হয়ে ভাল ব্যাট করেন অধিনায়ক অঙ্কিত কুমার। ওপেন করে তিনি করেছেন ৪২ বলে ৮৯ রান। ১০টি চার এবং ৬টি ছক্কা মেরেছেন। ৩৮ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নিশান্ত সিধু। ৪টি চার এবং ৩টি ছয় মারেন তিনি। সামন্ত ১৪ বলে ৩১ করেন ২টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে। ৪ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সুমিত কুমার। তবে তাঁর আগ্রাসী ইনিংস দাম পেল না যশস্বীর শতরানের সামনে।