Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পাকিস্তানে খুন ২ চিনা শিক্ষক

সূত্রের খবর, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েট্টায় চিনা ভাষা শেখাতে গিয়েছিলেন নিহত দুই চিনা। মে-র শেষ সপ্তাহে পুলিশের ছদ্মবেশে তাঁদের অপহরণ করে সশস্ত্র কিছু জঙ্গি। ইসলামাবাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বেজিং তাঁদের খোঁজার চেষ্টা করছিল এত দিন।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১০ জুন ২০১৭ ০২:৫৬
Share: Save:

বেশ কিছু দিন ধরেই অপহৃত ছিলেন তাঁরা। আইএস জঙ্গিরা শেষ পর্যন্ত মেরেই ফেলল চিনের দুই নাগরিককে। নিহতদের মধ্যে এক জন মহিলা। অপহরণের সময় জঙ্গিদের হাত থেকে পালিয়ে বেঁচেছিলেন আর এক চিনা মহিলা। বেজিংয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং সংবাদমাধ্যমকে আজ এই জোড়া খুনের খবর জানিয়েছেন। পাশাপাশি, সন্ত্রাস-বিরোধী অভিযানে পাকিস্তান যে ব্যবস্থা নিচ্ছে, তারও প্রশংসা করেন তিনি।

সূত্রের খবর, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কোয়েট্টায় চিনা ভাষা শেখাতে গিয়েছিলেন নিহত দুই চিনা। মে-র শেষ সপ্তাহে পুলিশের ছদ্মবেশে তাঁদের অপহরণ করে সশস্ত্র কিছু জঙ্গি। ইসলামাবাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বেজিং তাঁদের খোঁজার চেষ্টা করছিল এত দিন। হুয়া আজ একটি বিবৃতিতে বলেন, ‘‘দুই চিনা নাগরিককে বাঁচাতে পাকিস্তান যথাসাধ্য চেষ্টা করেছিল। ইসলামাবাদ আমাদের দীর্ঘদিনের বন্ধু। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের ভূমিকা প্রশংসার দাবি রাখে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder Teacher Chinese Pakistan ISIS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE