ভূখণ্ডে হামলা চালাচ্ছিল ইজ়রায়েলি সেনা। এ বার তারা স্থলপথেও গাজ়া শহরে প্রবেশ করতে শুরু করেছে। ক্রমশ শহরের আরও ভিতরে প্রবেশ করছে ইজ়রায়েলি বাহিনী। রাস্তায় নেমে পড়েছে তাদের ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি। উদ্ভূত পরিস্থিতিতে গাজ়া শহরের দু’টি হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন।
গাজ়ার স্থানীয় প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রক রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, কয়েক দিন আগে ইজ়রায়েলের বোমাবর্ষণে শহরের আল-রান্তিসি শিশু হাসপাতাল ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হাসপাতালের অদূরেই একটি চক্ষু হাসপাতালও রয়েছে। সেখানেও ইজ়রায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ। ওই হামলার জেরেই দু’টি হাসপাতালে পরিষেবা দেওয়া বন্ধ করে দিতে হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গত কয়েক দিন ধরে গাজ়ায় প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আরও জোরালো অভিযান শুরু করেছে ইজ়রায়েল। হামাসের সঙ্গে ইজ়রায়েল যে সংঘর্ষবিরতির প্রস্তাবে সম্মত হবে না, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তাদের দাবি, শর্ত না মানলে হামাসের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি নয়!
আরও পড়ুন:
ইজ়রায়েলি সেনার দাবি, তারা হামাসের সামরিক অবকাঠামো ধ্বংস করতে চায়। সেই কারণেই নতুন করে হামলা শুরু করেছে তারা। চারপাশে শুধু গোলাগুলি, বোমাবর্ষণ চলছে। ইতিমধ্যে গাজ়া শহর ছেড়ে দলে দলে মানুষ অন্যত্র পালাতে শুরু করেছেন। সোমবার গাজ়াবাসীরা জানিয়েছেন, শহরের উত্তর প্রান্তে আরও ভিতরের দিকে প্রবেশ করে গিয়েছে ইজ়রায়েলি সেনা। সেখানেই এই দু’টি হাসপাতাল অবস্থিত। গত কয়েক দিন ধরে গাজ়ার একের পর এক পরিকাঠামো, বহুতল দৃশ্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পরিবার এবং শেষ সম্বলটুকু নিয়ে গাজ়া ছাড়তে শুরু করেছেন বহু প্যালেস্টাইনি।