Advertisement
E-Paper

ব্রাসেলসে হামলার ঘটনায় জখম দুই জেট-কর্মী

ভারতের বিদেশ মন্ত্রক প্রথমে যা-ই বলুক, ব্রাসেলসে জঙ্গি হামলার ঘটনার আঁচ লাগল ভারতীয় বিমান সংস্থার গায়েও! ব্রাসেলস বিমানবন্দরে আইএসের আত্মঘাতী জঙ্গিরা যে এ দিন পর পর দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তাতে গুরুতর জখম হয়েছেন জেট এয়ারওয়েজের বিমানের দুই কেবিন ক্রু।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১৭:৫২
ব্রাসেলস বিমানবন্দরে বিস্ফোরণে জখম জেট এয়ারওয়েজের দুই বিমানকর্মী।

ব্রাসেলস বিমানবন্দরে বিস্ফোরণে জখম জেট এয়ারওয়েজের দুই বিমানকর্মী।

ভারতের বিদেশ মন্ত্রক প্রথমে যা-ই বলুক, ব্রাসেলসে জঙ্গি হামলার ঘটনার আঁচ লাগল ভারতীয় বিমান সংস্থার গায়েও! ওই সংস্থার দুই বিমান-কর্মী জখম হয়েছেন।

ব্রাসেলস বিমানবন্দরে আইএসের আত্মঘাতী জঙ্গিরা যে এ দিন পর পর দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তাতে গুরুতর জখম হয়েছেন জেট এয়ারওয়েজের বিমানের দুই কেবিন ক্রু। আহতদের মধ্যে এক মহিলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর অবশ্য বিদেশ মন্ত্রকের তরফে ওই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, জখম হওয়া ওই মহিলা জেট এয়ারওয়েজের বিমানের ইন-ফ্লাইট অ্যাটেনডেন্ট।

আরও পড়ুন- ব্রাসেলসে বিমানবন্দর, মেট্রো স্টেশনে পরপর বিস্ফোরণে হত ১৩

মুম্বইয়ে জেট এয়ারওয়েজের এক মুখপাত্র জানিয়েছেন, ওই উপর্যুপরি বিস্ফোরণের সময় ব্রাসেলস বিমানবন্দরে এয়ারওয়েজের যে এয়ারবাসটি (এ-৩৩০) দাঁড়িয়েছিল, তার কোনও ক্ষতি হয়নি। বিস্ফোরণের ঘটনা দু’টি ঘটে বিমানবন্দরের ‘ডিপার্চার’ টার্মিনালের চেক-ইন কাউন্টারের নাকের ডগায়। সকাল আটটা নাগাদ। ওই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য প্রচুর যাত্রীর ভিড় ছিল ওই কাউন্টারের সামনে। ইউরোপে জেট এয়ারওয়েজের ‘হাব’টিও রয়েছে ব্রাসেলসেই। ‘হাব’টিরও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

two indian flight attendants injured at brassels airport
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy