Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Plane Crash

প্রদর্শনীতে অবতরণের সময় দুই বিমানের ধাক্কা, মৃত্যু দুই চালকেরই

সংস্থার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় দর্শকদের কেউ হতাহত হননি। তবে এর পরেই উড়ান প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। কী ভাবে দুর্ঘটনা হল, তার তদন্ত চলছে।

image of plane

— প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
রেনো, নেভাদা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৯
Share: Save:

উড়ানের প্রদর্শনী চলছিল। তার মাঝেই বিপত্তি। অবতরণের সময় দু’টি বিমানের ধাক্কা লাগে। মৃত্যু হয়েছে দুই বিমানের চালকের। আমেরিকার নেভাদার ঘটনা। সেখানে রেনোয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এয়ার রেসেসে এই দুর্ঘটনা হয়েছে।

রেনো উড়ান প্রতিযোগিতা সংগঠনের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর ২টো ১৫ মিনিটে টি-৬ গোল্ড রেসের শেষে অবতরণের সময় দু’টি বিমানের ধাক্কা লাগে। তাতে মৃত্যু হয় দু’জন চালকের। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় দর্শকদের কেউ হতাহত হননি। তবে এর পরেই উড়ান প্রতিষোগিতা বন্ধ করে দেওয়া হয়। কী ভাবে দুর্ঘটনা হল, তার তদন্ত চলছে। সংস্থা এ-ও জানিয়েছে, সওয়ারি এবং চালকদের সুরক্ষাই তাঁদের কাছে অগ্রাধিকার পায়। দুই চালকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

গত বছর নেভাদাতেই উড়ান প্রতিযোগিতার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক চালকের। ২০১১ সালে প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকাসনে ভেঙে পড়ে একটি বিমান। তাতে মারা যান ১১ জন। আহত হন অন্তত ৬০ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Plane Crash US Pilot Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE