সমস্ত মতবিরোধকে দূরে সরিয়ে, বড়দিনের ঠিক আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সঙ্গে ব্রেক্সিট পরবর্তী ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করল ব্রিটেন। ইইউ এবং ব্রিটেন দু’পক্ষই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বৃহস্পতিবার। তবে এখন ব্রিটেন এবং ইইউ-র সদস্য দেশগুলির সংসদে ওই সিদ্ধান্ত পাশ করাতে হবে।
দীর্ঘ ৯ মাস ধরে আলোচনা চলছিল দু’পক্ষের। লাগাতার দর কষাকষির পর সাফল্য। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের প্রতিক্রিয়া, ‘‘শেষ পর্যন্ত আমরা একটা পথ খুঁজে পেলাম।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা একটা লম্বা এবং জটিল রাস্তা পেরিয়ে এলাম।’’ এই চুক্তি নিয়ে তাঁর মত, ‘‘ন্যায্য এবং ভারসাম্যের চুক্তি।’’ এ নিয়ে ব্রিটিশ মধ্যস্থতাকারীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘এই চুক্তি ইউনাইটেড কিংডমের পক্ষে। যা দীর্ঘমেয়াদি বন্ধুত্বের ক্ষেত্রে শক্ত ভিত গড়বে।’’