আটলান্টিক মহাসাগরে মার্কিন সেনার হাতে অপহৃত রাশিয়ার তেলবাহী জাহাজ মেরিনেরা (বেলা-১ নামে যা পশ্চিমি দুনিয়ায় পরিচিত) নিয়ে এ বার উদ্বেগের তথ্য এল নয়াদিল্লিতে। কয়েকটি রুশ সংবাদমাধ্যম জানিয়েছে জাহাজটিতে তিন জন ভারতীয় নাবিক রয়েছে। অন্যান্য নাবিকদের মতোই তাঁদের কোনও সন্ধান এখনও মেলেনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো নৌবহরের পাহারা সত্ত্বেও বুধবার আটলান্টিক মহাসাগরে তেলবাহী জাহাজ বেলা-১ দখল করেছিল মার্কিন মেরিন কমান্ডো বাহিনী। মস্কোর দাবি, বিধি ভেঙে খালি ট্যাঙ্কারটিকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা হয়। পাশাপাশি, বুধবার ক্যারিবিয়ান সাগরে সোফিয়া নামের অন্য একটি তেলবাহী জাহাজেরও দখল নেন আমেরিকার উপকূলরক্ষীরা। দু’টি জাহাজই শেষ বার মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজ়ুয়েলা থেকে তেল পরিবহণে কাজে লিপ্ত ছিল বলে ওয়াশিংটনের দাবি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার মস্কো থেকে জানা গিয়েছে, অপহৃত জাহাজের নাবিকদের মধ্যে ১৭ জন ইউক্রেনীয়, ছ’জন জর্জিয়ান, দু’জন রুশ এবং তিন জন ভারতীয় নাগরিক রয়েছেন। রুশ বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ‘‘আটক নাবিকদের কারও সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। আমরা মার্কিন সেনাকে অনুরোধ করছি, তাঁদের সঙ্গে যেন মানবিক ব্যবহার করা হয়।’’ একদা ইরানের তেল পরিবহণের কাজে ব্যবহৃত হত বেলা-১। পরবর্তী সময় ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজ়ুয়েলা সরকার এই ট্যাঙ্কারটিকে তেল পরিবহণের কাজে ব্যবহার করত বলে মার্কিন সংবাদমাধ্যমের দাবি। গত ২৪ ডিসেম্বর নাম বদলে মেরিনেরা হয় বেলা-১। সেটি এর পরে রুশ পতাকা উড়িয়ে আটলান্টিক মহাসাগরে ভেসে ভেনেজ়ুয়েলা থেকে রাশিয়ায় ফিরছিল।