রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে নতুন করে উদ্যোগী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাজ়া ভূখণ্ডের মতোই ইউক্রেন-রাশিয়ার জন্য ২৮ দফা শান্তি প্রস্তাবও দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। কিন্তু সেই প্রস্তাব পুরোপুরি মেনে নিতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি-সহ ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের একাংশ। তাঁদের দাবি, ট্রাম্পের প্রস্তাবে রাশিয়ার প্রতি অতিরিক্ত পক্ষপাতিত্ব করা হয়েছে। যা নিয়ে সমাজমাধ্যমে প্রবল ক্ষোভ জানিয়েছেন ট্রাম্প। নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আজ ট্রাম্প ইউক্রেনের নেতাদের কার্যত ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিয়েছেন। ক্ষুব্ধ ট্রাম্প লিখেছেন, ‘আমাদের প্রচেষ্টার প্রতি ইউক্রেনের নেতাদের কৃতজ্ঞতা দেখছি শূন্য। আর ইউরোপ এখনও নেতারা রাশিয়ার থেকে তেল কিনে চলেছে’। এই আবহেই আজ সুইৎজ়ারল্যান্ডের জেনিভা শহরে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন আমেরিকা, ইউক্রেন এবং ইউরোপের রাষ্ট্রগুলির প্রতিনিধিরা। তবে সেই আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি বলেই জানা যাচ্ছে।
দ্রুত রুশ-ইউক্রেন সামরিক দ্বন্দ্ব বন্ধের বার্তা দিয়েছে ভারত সরকার। আজ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রিল সাইবিহার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)