E-Paper

জ়েলেনস্কির চিঠি মোদীকে, সাহায্য দিল্লির

ভারতে জি২০ সম্মেলনে বক্তৃতা দিতে আগ্রহী জ়েলেনস্কি। উল্লেখ্য বালির জি২০ সম্মেলনেও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তৃতা দিয়েছিলেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ ০৮:৪১
A Photograph of Ukraine President Volodymyr Zelensky and Indian Prime Minister Narendra Modi

ভারতকে পাশে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ফাইল ছবি।

ভারতকে পাশে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এ দেশের উপ-বিদেশমন্ত্রী মীনাক্ষী লেখির হাতে সেই চিঠি তুলে দিয়েছেন ভারত সফররত ইউক্রেনীয় মন্ত্রী এমিন জ়াপারোভা। এমিন জানিয়েছেন, ভারতে জি২০ সম্মেলনে বক্তৃতা দিতে আগ্রহী জ়েলেনস্কি। উল্লেখ্য বালির জি২০ সম্মেলনেও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তৃতা দিয়েছিলেন তিনি।

তিন দিনের ভারত সফরে জ়াপারোভা নিজেও বারবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতকে তাঁদের পাশে থাকার আর্জি জানিয়েছেন। বলেছেন, ‘‘এই যুদ্ধে রাশিয়ার পাশে থাকার অর্থ— ইতিহাসে অন্যায়ের সমর্থক হিসেবে নাম লেখানো।’’ জানা গিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। শীঘ্রই কিভকে স্কুলবাস ও অন্যান্য ত্রাণসাহায্য পাঠাচ্ছে দিল্লি।

গত কয়েক দিন একাধিক বৈঠককরেন জ়াপারোভা। পরে তিনি টুইটকরেন, ‘‘মীনাক্ষী লেখির সঙ্গে বৈঠকফলপ্রসূ হয়েছে। যে অন্যায় আগ্রাসন চলছে ইউক্রেনে, তা মন্ত্রীকে জানিয়েছি।বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে।’’ বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সঞ্জয় বর্মার সঙ্গেও বৈঠক করেন এমিন।

আসন্ন জি২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। সে প্রসঙ্গে জ়াপারোভা বলেন, বিশ্বনেতা ও জি২০-র সভাপতি হিসেবে পৃথিবীতে শান্তি ফেরানোয় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মহাত্মা গান্ধীর কথা টেনে এনে হিংসার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন তিনি। বলেন, ‘‘ইউক্রেনের সঙ্গে ভারতের অনেক মিল। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবিশাল সম্ভাবনা রয়েছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Russia Ukraine War Volodymyr Zelenskyy PM Narendra Modi Letter

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy