গাজ়া ভূখণ্ডে শান্তি ফেরাতে গত অক্টোবর মাসে ২০ দফা পরিকল্পনা পেশ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাবে এ বার সায় দিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। গত কাল গাজ়ার শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিল নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলি। সেখানেই ১৩টি দেশ ওই প্রস্তাবে সায় দিয়েছে। প্যালেস্টাইনি কর্তৃপক্ষ রাষ্ট্রপুঞ্জের এই পদক্ষেপকে স্বাগত জানালেও হামাস এর বিরোধিতাই করেছে। তাদের বক্তব্য, প্রস্তাবে যা বলা হয়েছে, তা প্যালেস্টাইনের সাধারণ মানুষের স্বার্থ এবং উন্নয়নের পরিপন্থী।
রাষ্ট্রপুঞ্জের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে ট্রাম্প এই প্রস্তাব পাশকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। তাঁর দাবি, বিশ্বশান্তি স্থাপনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-ও। তিনি বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের যাবতীয় পরিকল্পনার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। গাজ়া ভূখণ্ডকে পুরোপুরি নিরস্ত্র করতে এবং সেখানে শান্তি এবং উন্নয়ন ফেরাতে এই ধরনের পরিকল্পনারই প্রয়োজন।’’
গত কাল যে সব দেশ এই শান্তি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটেন, ফ্রান্স, সোমালিয়া। তবে ভিটো না দিলেও এই ভোটগ্রহণে অংশ নেয়নি চিনএবং রাশিয়া।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)