উরিতে হামলার পর যে ভাবে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তানের, আর এক বার সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবং আবারও হাতিয়ার করলেন কাশ্মীরকেই। লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখে নওয়াজের পাল্টা দাবি, “উরি হামলা কাশ্মীরে নির্যাতনের প্রতিক্রিয়া হতে পারে। গত দু’মাসে কাশ্মীরে যারা নিহত হয়েছে, অন্ধ হয়ে গেছে, আহত বা অত্যাচারিত হয়েছে, তাদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠেরাও আহত এবং অত্যাচারিত।”
উরিতে হামলার পর কোনও তদন্ত ও প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হয়েছে বলেও অভিযোগ করেন নওয়াজ। তিনি বলেন, “দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করছে ভারত।”
নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশন সেরে দেশের ফেরার পথে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় পাক প্রধানমন্ত্রীকে। তাঁর অভিযোগ, গোটা বিশ্ব জানে কী ভাবে ভারত কাশ্মীরে অত্যাচার চালিয়েছে, যার জেরে ১০৮ জনের মৃত্যু হয়েছে। তাই পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তোলার আগে কাশ্মীরে নিজেদের ভূমিকা নিয়ে আগে ভাবুক ভারত।