আন্তর্জাতিক জোট ‘ব্রিক্স’-এর সদস্য দেশগুলিকে ‘ভ্যাম্পায়ার’ (কল্পিত রক্তচোষা প্রাণী)-এর সঙ্গে তুলনা করল আমেরিকার প্রশাসন। সোমবারই ‘ব্রিক্স’-এর ভার্চুয়াল সম্মেলন আয়োজিত হয়েছে। ওই সম্মেলন থেকে ফের আমেরিকাকে নিশানা করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির ধাক্কা সামলাতে ‘ব্রিক্স’-কে একজোট হয়ে পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি। সরাসরি আমেরিকার বিরুদ্ধে মন্তব্য না করলেও বাণিজ্যে স্বচ্ছতার বিষয়ে ভারতও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ওই সম্মেলনে। ওই বৈঠকের দিনই এ বার ‘ব্রিক্স’-কে ফের নিশানা করলেন আমেরিকার বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো।
এক টেলিভিশন সাক্ষাৎকারে নাভারোর দাবি, আমেরিকার কাছে জিনিস বিক্রি না করলে ‘ব্রিক্স’-এর কোনও সদস্য রাষ্ট্রই টিকতে পারবে না। ‘ব্রিক্স’-এর সদস্যদের ‘ভ্যাম্পায়ার’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, “যখন তারা (ব্রিক্স সদস্যেরা) নিজেদের পণ্য আমেরিকার কাছে বিক্রি করে, তারা অন্যায্য ভাবে ব্যবসা করে আমাদের রক্ত শুষে নেয়।” এই আন্তর্জাতিক জোটের সদস্য রাষ্ট্রগুলি অতীত সময় থেকেই ‘একে অন্যকে ঘৃণা করে’ বলেও দাবি নাভারোর। মার্কিন বাণিজ্য উপদেষ্টার কথায়, “আমি জানি না ‘ব্রিক্স’ কী ভাবে তৈরি হল, কী ভাবে একসঙ্গে রয়েছে, কারণ, ওরা ঐতিহাসিক ভাবে একে অন্যকে ঘৃণা করে।” আন্তর্জাতিক এই জোট আর বেশি দিন টিকবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
বস্তুত, ‘ব্রিক্স’-এর অন্যতম সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ভারত, রাশিয়া এবং ব্রাজ়িলও। এখনও পর্যন্ত ভারত ছাড়া ব্রাজ়িলই একমাত্র দেশ, যাদের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাই সোমবারের ভার্চুয়াল বৈঠকটি ডেকেছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়াল বৈঠকে যোগ দিলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বৈঠকে উপস্থিত ছিলেন না। ভারতের হয়ে ‘ব্রিক্স’-এর বৈঠকে প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অর্থনৈতিক বা বাণিজ্যিক কর্মকাণ্ড ন্যায্য এবং স্বচ্ছ হতে হবে— তা বুঝিয়ে দিয়েছেন জয়শঙ্কর। বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত নয়, এমন বিষয়গুলিকে বাণিজ্যের মধ্যে টেনে আনাতেও ভারতের আপত্তির কথা স্পষ্ট করেছেন জয়শঙ্কর।
আরও পড়ুন:
এর আগে ব্রাজ়িলে আয়োজিত ‘ব্রিক্স’ সম্মেলেনের সময়েও এই আন্তর্জাতিক গোষ্ঠীকে নিশানা করেছিলেন ট্রাম্প। শুল্কসংঘাতের আবহে ওই সময়ে ‘ব্রিক্স’কে ‘আমেরিকাবিরোধী’ বলে আক্রমণ শানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই আন্তর্জাতিক গোষ্ঠীর আমেরিকাবিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকলে সংশ্লিষ্ট দেশের উপর বাড়তি শুল্ক চাপানোরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এ বার ট্রাম্প প্রশাসনের বাণিজ্য উপদেষ্টা নাভারো আক্রমণ শানালেন ‘ব্রিক্স’ গোষ্ঠীকে।