মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দিয়ে চলেছেন। চিনা অ্যাপ টিকটকে নিষেধাজ্ঞার খাড়া ঝুলছে। তার মাঝেই রবিবার স্পেনে বৈঠকে বসতে চলেছেন আমেরিকা এবং চিনের আধিকারিকেরা। বাণিজ্য সংঘাতের প্রসঙ্গ উঠতে পারে এই বৈঠকে। এ ছাড়া, টিকটক নিয়ে দুই দেশের প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছোনোর চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।
রবিবার স্পেনের রাজধানী মাদ্রিদে আমেরিকা-চিন বৈঠক হবে। আমেরিকার তরফে থাকবেন অর্থসচিব স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির। চিনের উপপ্রধানমন্ত্রী হে লিফেঙের সঙ্গে তাঁরা আলোচনায় বসবেন। এই নিয়ে গত চার মাসে চতুর্থ বৈঠক করছে আমেরিকা ও চিন। তবে আলোচনা খুব একটা এগোয়নি। বাণিজ্য এবং শুল্ক নিয়ে সংঘাত এখনও সেই তিমিরেই রয়েছে। গত বছর টিকটক নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে একটি আইন পাশ হয়েছিল। ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমে ৭৫ দিনের জন্য তা স্থগিত করে দেন। পরে সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় আরও ৯০ দিন। রবিবারের বৈঠকে আরও একবার স্থগিতাদেশের মেয়াদ বাড়তে পারে। দাবি, আমেরিকায় টিকটকের মালিকানা বিক্রি করে দিতে হবে চিনকে। বেজিং এখনও তাতে রাজি হয়নি।
আরও পড়ুন:
শেষ বার আমেরিকা এবং চিনের আধিকারিকেরা বৈঠকে বসেছিলেন সুইডেনের রাজধানী স্টকহোমে। সেখান থেকেই দুই দেশের শুল্ক সংঘাতে ৯০ দিনের বিরতি ঘোষণা করা হয়। যে কারণে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমেরিকা ভারতের পণ্যে চড়া শুল্ক (৫০ শতাংশ) আরোপ করলেও চিনের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি। চিন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হওয়া সত্ত্বেও নয়। আমেরিকা যুক্তি দিয়েছিল, চিন রাশিয়া থেকে যে তেল কেনে, তা পরিশোধন করে ইউরোপের বাজারে বিক্রি করে। তাই চিনের বিরুদ্ধে পদক্ষেপ করলে সমগ্র ইউরোপে তেলের দাম এক লাফে বেড়ে যাবে। আমেরিকার এই নীতি নানা মহলে সমালোচিত হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ় চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে আগ্রহী। মূলত তাঁর উদ্যোগেই মাদ্রিদে আমেরিকা-চিন চতুর্থ দফার এই বৈঠক। তবে আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, রবিবারের বৈঠক থেকে খুব বড় কোনও ঘোষণার সম্ভাবনা নেই। চলতি বছরের শেষে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দেখা হতে পারে ট্রাম্পের। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে আগামী অক্টোবরেই হতে পারে বহুচর্চিত সেই বৈঠক। সেখানেই দুই দেশের মধ্যকার সংঘাতগুলির সমাধান হতে পারে। তার আগে এখন কোনও তরফেই খুব বেশি চেষ্টা দেখা যাবে না, মত বিশেষজ্ঞদের একাংশের। রবিবার স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে বৈঠক শুরু হওয়ার কথা।