Advertisement
E-Paper

অনড় হার্ভার্ডকে ফের ‘শাস্তি’! ২০০ কোটির পর এ বার ৪৫ কোটি ডলার আর্থিক অনুদান বন্ধ করল ট্রাম্প প্রশাসন

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে কিছু নিয়ে কম বিতর্ক হয়নি। ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের মধ্যে অন্যতম হার্ভার্ডের অনুদান বন্ধ করে দেওয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১১:৫১
US announces fresh cuts to Harvard, terminates more grants

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদানে আরও কাঁটছাঁট করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান কাটছাঁট করল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে ‘মাথা নত’ না করার সিদ্ধান্তে অনড় থাকাতেই ‘শাস্তির’ খাঁড়া নামল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর। অতীতে এই বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটি ডলারেরও বেশি (ভারতীয় মুদ্রায় ১৭ হাজার কোটিরও বেশি) আর্থিক অনুদান বন্ধের ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার তারা জানাল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ৪৫ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় চার হাজার কোটি) আর্থিক অনুদান বন্ধ করা হচ্ছে।

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যার মধ্যে কয়েকটি বিষয়ে কম বিতর্ক হয়নি। ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের মধ্যে অন্যতম হার্ভার্ডের অনুদান বন্ধ করে দেওয়া। শুধু তা-ই নয়, দিন কয়েক আগেই মার্কিন প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করমুক্ত মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, যা নিয়েও কম বিতর্ক হয়নি। সেই আবহে আবার অনুদানে কাঁটছাঁটের সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।

সোমবারই আমেরিকার শিক্ষাসচিব লিন্ডা ম্যাকমোহনকে একটি চিঠি দেন হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালেন গার্বার। সেই চিঠিতে তিনি জোর দিয়ে বলেন, ‘‘ইজ়রায়েলের হামলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভে বেশ কিছু জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।’’ তবে তিনি সরাসরি পড়ুয়াদের রাজনৈতিক যোগের তত্ত্ব খারিজ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই বক্তব্য ভাল ভাবে নেয়নি ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার তারা জানায়, বিশ্ববিদ্যালয়ে ইহুদি পড়ুয়ারা অপমানিত এবং আহত হয়েছেন। কিন্তু তার পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেননি। সেই কারণেই নতুন করে অনুদান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় হামাস-ইজ়রায়েল যুদ্ধের আবহে আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে ইহুদি-বিদ্বেষের পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। একই সঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ করছেন না বলেও অভিযোগ। বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, সে বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছিল সরকারের তরফে। কিন্তু সরকারের দেওয়া শর্তাবলি মানতে রাজি ছিল না হার্ভার্ড। ফলে ‘শাস্তিস্বরূপ’ অনুদান বন্ধের কথা বলে মার্কিন প্রশাসন। অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন হার্ভার্ড কর্তৃপক্ষ। আইনি লড়াইয়ের মধ্যেই আবার অনুদান বন্ধ করল ট্রাম্পের সরকার।

Harvard University grants Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy