Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Dog

হোয়াইট হাউসে যাবে ওরাও, ‘ফার্স্ট ডগ অব আমেরিকা’ তকমা পাচ্ছে চ্যাম্প ও মেজর

হোয়াইট হাউসে ৪৬তম আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে পা রাখবেন জো বাইডেন। তাঁর সঙ্গে থাকবেন ফার্স লেডি জিল বাইডেন। আর তাঁদের সঙ্গেই হোয়াইট হাউসে বাসিন্দা হতে চলেছেন চ্যাম্প ও মেজরও।

জিল বাইডেনের টুইটার হ্যান্ডল থেকে নেওয়া ছবি।

জিল বাইডেনের টুইটার হ্যান্ডল থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ১৭:৩৯
Share: Save:

গত ৪ বছর হোয়াইট হাউসে কোনও সারমেয় ছিল না। কিন্তু এবার জোড়া। হবু প্রেসিডেন্ট জো বাইডেনের দুই পোষ্য পাবে ‘ফার্স্ট ডগ অব আমেরিকা’-র তকমা। বাইডেনের দুই জার্মান শেপার্ড পোষ্যের নাম চ্যাম্প ও মেজর।

হোয়াইট হাউসে ৪৬তম আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে পা রাখবেন জো বাইডেন। তাঁর সঙ্গে থাকবেন ফার্স লেডি জিল বাইডেন। আর তাঁদের সঙ্গেই হোয়াইট হাউসে বাসিন্দা হতে চলেছেন চ্যাম্প ও মেজরও। তবে এই প্রথম নয়, আমেরিকায় বেশির ভাগ প্রেসিডেন্টেরই পোষ্য ছিল। জর্জ ওয়াশিংটনই প্রথম প্রেসিডেন্ট যাঁর কুকুর ছিল। এ পর্যন্ত মোট ৩০ জন আমেরিকান প্রেসিডেন্টের পোষা কুকুর ছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের কোনও পোষ্য ছিল না। ভাবি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসনের যদিও কোনও পোষা সারমেয় নেই তবে তিনিও কুকুর ভালবাসেন।

২০০৮ সালে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর স্ত্রী জিল-কে চ্যাম্প নামের জার্মান শেপার্ডটি উপহার দিয়েছিলেন জো বাইডেন। তবে কোনও অনাথ কুকুরকে বাড়িতে আশ্রয় না দিয়ে পেনসিলভেনিয়ার এক কুকুর প্রজননবিদের কাছ থেকে চ্যাম্পকে কেনার জন্য সমালোচনার মুখেও পড়তে হয় বাইডেনকে। পরে অবশ্য ২০১৮ সালে মেজরকে দত্তক নেন বাইডেন দম্পতি। এবার এই চ্যাম্প আর মেজরই সরকারি ভাবে হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছে।

আরও পড়ুন: ‘বাবা কা ধাবা’ চেনানো গৌরবকে ধরল পুলিশ, বৃদ্ধ দম্পতির টাকা নয়ছয়ের অভিযোগ

আরও পড়ুন: নিউজিল্যান্ডের পার্লামেন্টে মন্ত্রীর গলায় শোনা গেল মালয়ালম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dog Jo biden Jill Biden USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE