পাঞ্চেন লামাকে মুক্তি দিক তারা। চিনকে এমনই হুঁশিয়ারি দিল আমেরিকা। বৃহস্পতিবার স্যাম ব্রাউনব্যাক (অ্যাম্বাসাডর- অ্যাট-লার্জ ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম) সাংবাদিকদের বলেন, “পাঞ্চে্ন লামা কোথায় রয়েছেন, আমাদের কোনও ধারণা নেই। তবে তাঁকে মুক্তি দেওয়ার জন্য চিন প্রশাসনের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাব।” এর পরই তাঁর হুঁশিয়ারি, চিনকে গোটা বিশ্বকে জানাতে হবে পাঞ্চেন লামাকে কোথায় রাখা হয়েছে।
১৯৯৫ সালের ১৪ মে দলাই লামা ছ’বছরের এক শিশু গেধুন চোকি নিমাকে ১১তম পাঞ্চে্ন লামা হিসেবে স্বীকৃতি দেন। দলাই লামার পর তিব্বতে দ্বিতীয় ধর্মীয় গুরু হলেন এই পাঞ্চেন লামা। পাঞ্চে্ন লামা হিসেবে স্বীকৃতি পাওয়ার ঠিক তিন দিন পরই চিন চোকি নিমাকে নিজেদের হেফাজতে নেয়। তার পর থেকেই বিশ্বের কনিষ্ঠ রাজনৈতিক বন্দি হিসেবে পরিচিতি পান চোকি।
চোকিকে চিন নিজেদের হেফাজতে নেওয়ার পর ২৫ বছর কেটে গিয়েছে। এখনও কোনও হদিশ মেলেনি তাঁর। এ বার চোকিকে মুক্তি দেওয়া এবং তাঁর অবস্থান জানানোর জন্য চিনকে কড়া বার্তা দিল আমেরিকা।