‘স্টারস অ্যান্ড স্ট্রাইপ্স’-এর পাশেই ‘ট্রাইকালার’। বুধবার আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলাকারীদের হাতে আমেরিকার জাতীয় পতাকার পাশাপাশি ছিল ভারতের জাতীয় পতাকাও। আর তাই ঘিরে বিতর্ক দানা বেঁধেছে আমেরিকার নেটাগরিকদের একাংশের মধ্যে।
সোশ্যাল মিডিয়ায় সামনে আসা ভিডিয়োয় (যার সত্যতা এখনও যাচাই হয়নি) দেখা যাচ্ছে, ওয়াশিংটন ডিসি-র ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে বিদায়ী প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের ছবি নিয়ে জড়ো হয়েছেন তাঁর সমর্থকেরা। সেখানে অন্তত একজনের হাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা। এক নেটাগরিক লিখেছেন, ‘এখানে ভারতীয় পতাকার উপস্থিতি অত্যন্ত বিরক্তিকর’। এমনকি, ভিডিয়োয় দেখা যাচ্ছে আমেরিকা এবং ভারতের জাতীয় পতাকার পাশাপাশি জমায়েতে ঠাঁই পেয়েছে ‘কনফেডারেট’ পতাকাও!