ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান! ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্যালিফর্নিয়ার লেমুরে নৌসেনার বিমানঘাঁটির কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ইতিমধ্যে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (সেগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, একটি মাঠের মধ্যে পড়ে রয়েছে ভাঙা বিমানের ধ্বংসাবশেষ। তা থেকে আগুনের হলকা বেরোচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক।
আরও পড়ুন:
মার্কিন নৌসেনার সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে, ভেঙে পড়া বিমানটি মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ ওরফে ‘রাফ রেইডার্স’-কে দেওয়া হয়েছিল। সিএনএন-এর প্রতিবেদন সূ্ত্রে খবর, শেষ মুহূর্তে কোনওমতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। তিনি অক্ষতই রয়েছেন। আপাতত ওই ঘটনায় হতাহতেরও কোনও খবর মেলেনি। অন্য দিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে কী ভাবে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।