মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় খেলা গল্ফ। আমেরিকার বিভিন্ন জায়গায় তাঁর নিজস্ব গল্ফ ক্লাবও রয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্টের ছুটি কাটল গল্ফ খেলেই। তবে এ দিন তিনি গল্ফ খেললেন বিশ্ববিখ্যাত দুই গল্ফ খেলোয়াড় টাইগার উড্স ও জ্যাক নিকলাউসের সঙ্গে।
দুই কিংবদন্তি গল্ফারের সঙ্গে গল্ফ খেলার কথা টুইট করে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং। সেই টুইটে টাইগার উড্স ও জ্যাক নিকলাউসকে ট্যাগও করেছেন তিনি। আমেরিকার ফ্লোরিডায় ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবের সবুজ ঘাসে গল্ফ নিয়ে নিজের কেরামতি চ্যাম্পিয়নদের সামনে তুলে ধরেছেন তিনি।
প্রায় দুই মাস পর ফের ফ্লোরিডায় এলেন ট্রাম্প। ক্রিসমাসের ছুটির সময় নিজের বিলাসবহুল রিসর্ট মার-এ-লাগো-তে আসার কথা ছিল তাঁর। কিন্তু হোয়াইট হাউসের ৩৫ দিনের শাটডাউনের জেরে সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন তিনি।
Great morning at Trump National Golf Club in Jupiter, Florida with @JackNicklaus and @TigerWoods! pic.twitter.com/mdPN4yvS8e
— Donald J. Trump (@realDonaldTrump) February 2, 2019
রবিবার ফ্লোরিডাতে আমেরিকান ফুটবল ফাইনাল চ্যাম্পিয়ন্সশিপ ম্যাচেও ট্রাম্প উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আরও পড়ুন: নেপাল-ভূটান ভারতের অংশ! ফের বেফাঁস মন্তব্য ট্রাম্পের
(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)