Advertisement
০৭ মে ২০২৪
US Presidential Election 2020

ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই করোনা নিয়ন্ত্রণের কাজ, ঘোষণা বাইডেনের

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কাঁটায় কাঁটায় টক্কর চলছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে।

জো বাইডেন।

জো বাইডেন।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১৪:৪১
Share: Save:

ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে কাজ শুরু করে দেবেন। শনিবার এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন

এই মুহূর্তে গোটা বিশ্বে করোনার সংক্রমণের যে ছবি, তার মধ্যে আমেরিকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এমন পরিস্থিতির মধ্যেও করোনা নিয়ন্ত্রণে কোনও তত্পরতা দেখাননি বলে বার বারই অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বিরোধীরা এই বিষয়টিকে নিয়ে এ বারের নির্বাচনে জোর প্রচারও চালিয়েছেন।
এই অবস্থাতেই বাইডেন জানিয়ে রাখলেন যে, ক্ষমতায় এলে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টার কসুর করবেন না। তিনি বলেন, “সবাইকে জানাচ্ছি, প্রথম দিন থেকেই এই অতিমারি নিয়ন্ত্রণের কাজ শুরু করব।”

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কাঁটায় কাঁটায় টক্কর চলছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে। যদিও ফলাফলের প্রবণতা বলছে ট্রাম্পের তুলনায় খানিকটা এগিয়ে বাইডেন। এ বারের নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু ছিল দেশে করোনাভাইরাস পরিস্থিতি। সেই ইস্যু থেকে পিছিয়ে আসার কোনও প্রশ্নই নেই বলে ইঙ্গিত দিয়েছেন বাইডেন।

আরও পড়ুন: তাঁরাই জেতার দৌড়ে, ট্রাম্পকে পিছনে ফেলে জয়ের কাছে এসে ঘোষণা বাইডেনের

আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৬ হাজার মানুষের। দেশে করোনার সংক্রমণ যখন শীর্ষে পৌঁছেছিল, সে সময়ও লকডাউনের পথে হাঁটেনি ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বার বার সতর্ক করা সত্ত্বেও সে কথা কানে তোলেননি তিনি। ফলে হুহু করে সংক্রমণ বেড়েছে। বেড়েছে মৃত্যুও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই উদাসিন মনোভাবই প্রতিফলিত হচ্ছে ভোটবাক্সে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Presidential Election 2020 Coronavirus Joe Biden
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE