আমেরিকার প্রেসিডেন্ট ভোটে জেতার পরেই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে করোনাভাইরাস সংক্রমণের মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের বার্তা দিয়েছিলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর সেই পথেই হাঁটার বার্তা দিলেন জো বাইডেন। ইউরোপ এবং ব্রাজিলের পরে এ বার দক্ষিণ আফ্রিকার পর্যটকদের আমেরিকায় প্রবেশের উপর বিধিনিষেধ জারি করলেন তিনি।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি সোমবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘প্রেসিডেন্ট তাঁর কোভিড মোকাবিলা টিমের পরামর্শ মেনে ব্রাজিল এবং ইউরোপের শেনজেন অঞ্চল (ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন-সহ ইউরোপের ২৬টি দেশ যার অন্তর্গত), গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড থেকে আগতদের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
তিনি জানান, নভেল করোনাভাইরাসের নয়া রূপ বি১৩৫১-র সংক্রমণ প্রতিরোধের উদ্দেশে দক্ষিণ আফ্রিকার পর্যটকদের বিধিনিষেধের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য সংক্রামক রূপগুলির মোকাবিলার উদ্দেশে ভবিষ্যতে আরও কিছু পদক্ষেপ করা হতে পারে।