Advertisement
২৯ মার্চ ২০২৩
Firearms

US Senate: বন্দুকবাজের হামলা ঠেকাতে বদল অস্ত্র আইন, আমেরিকার সেনেটে পাশ হল বিল

আমেরিকার বিভিন্ন স্কুল, শপিং মলে বন্দুকবাজের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করতে সক্রিয় হল জো বাইডেন সরকার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ০৯:১৯
Share: Save:

দেশের বিভিন্ন স্কুল, শপিং মলে বন্দুকবাজের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র আইন আরও কঠোর করার জন্য বার্তা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এ বার সেই উদ্দেশ্যে পদক্ষেপ করল তাঁর সরকার। বৃহস্পতিবার আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হল আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল।

Advertisement

আমেরিকার সুপ্রিম কোর্ট সে দেশের নাগরিকদের আত্মরক্ষার জন্য প্রকাশ্য স্থানে আগ্নেয়াস্ত্র বহন করার সাংবিধানিক অধিকার দিয়েছে। এই পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল আনায় বন্দুকপ্রেমী সংগঠনগুলির সমালোচনার মুখে পড়েছিল বাইডেন সরকার। যদিও বৃহস্পতিবার ১০০ সদস্যের সেনেটে প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হয়েছে। বিলের পক্ষে পড়েছে ৬৫টি ভোট। বিপক্ষে ৩৩টি।

আমেরিকায় গত তিন দশকে আগ্নেয়াস্ত্র বিল পাশের এই পদক্ষেপ অন্যতম ঐতিহাসিক ঘটনা বলে দাবি শাসক ডেমোক্র্যাট শিবিরের। সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ‘‘এই বিল সঠিক লক্ষ্যে এক দীর্ঘমেয়াদী পদক্ষেপ।’’ প্রসঙ্গত, বন্দুকবাজের হামলা ঠেকাতে সম্প্রতি আমেরিকার বিভিন্ন প্রদেশের সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে। তার অন্যতম হল সেমি-অটোম্যাটিক রাইফেল কেনার বয়ঃসীমা বৃদ্ধি।

আগে ১৮ বছর বয়স হলেই আমেরিকার কোনও ওই ধরনের আগ্নেয়াস্ত্র কিনতে পারতেন। নিউ ইয়র্ক-সহ কয়েকটি প্রদেশে নতুন আইনে সেই বয়স বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। তবে নিউ ইয়র্ক সরকার বাড়ির বাইরে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করলেও বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.