Advertisement
E-Paper

আইএসকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এ বার গ্রেফতার মার্কিন সেনা

৩৪ বছর বয়সি ওই অফিসার মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ডে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করত। তার আইনজীবীর দাবি, ‘‘কাংয়ের মানসিক সমস্যা রয়েছে। মার্কিন সরকার তা জানা সত্ত্বেও বিষয়টিতে গুরুত্ব দেয়নি।’’

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ১৩:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ছ’বছর আগে থেকেই ইসলামিক স্টেট (আইএস)-কে সমর্থনের সুর শোনা গিয়েছিল মার্কিন সেনা অফিসার ইকাইকা এরিক কাংয়ের মুখে। গত শনিবার হাওয়াই দ্বীপপুঞ্জে গ্রেফতার করা হয়েছে তাকে। মার্কিন এক আদালতের দাবি, আইএস-কে প্রশিক্ষণ দেওয়া এবং সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করার অভিযোগে কাংকে গ্রেফতার করা হয়েছে।

৩৪ বছর বয়সি ওই অফিসার মার্কিন সেনার প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ডে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করত। তার আইনজীবীর দাবি, ‘‘কাংয়ের মানসিক সমস্যা রয়েছে। মার্কিন সরকার তা জানা সত্ত্বেও বিষয়টিতে গুরুত্ব দেয়নি।’’

সম্প্রতি হনলুলুর শোফিল্ড ব্যারাকে কাংকে কাজে পাঠানো হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সেনা সূত্রে জানতে পারে কাং আশঙ্কাজনক কথাবার্তা বলছে এবং আইএসের সমর্থনেও বক্তব্য শোনা গিয়েছে তার মুখে।

গোয়েন্দা সংস্থার দাবি, এ বছরের মার্চ মাসেই কাং বলেছিল, কোন পথে মারাত্মক নির্যাতন করা যায়, তার উপায় খুঁজে বেড়াচ্ছে সে। অরল্যান্ডোর পালস নাইটক্লাবে বন্দুকবাজের হানার খবর শুনে ওই মাসেই কাং তার এক সহকর্মীর সঙ্গে আলোচনা করেছে, ‘‘শ্যুটারের যা করার ছিল, তা-ই করেছে। বিশ্বে আমেরিকাই একমাত্র জঙ্গি প্রতিষ্ঠান!’’ এর পরে কাংয়ের আরও ‘বিস্ফোরক’ মন্তব্য, ‘‘হিটলারই ঠিক ছিলেন। উনি ইহুদি নিধনে বিশ্বাস করতেন।’’

কাংয়ের কম্পিউটার ঘেঁটেও এমন শ’পাঁচেক নথি পাওয়া গিয়েছে, যা থেকে আইএসের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ মেলে। আল কায়দার পত্রিকা ‘ইন্সপায়ার’-এর ১৩টি সংখ্যাও মিলেছে। গোয়েন্দাদের দাবি, পরে খোলাখুলি আইএসের উদ্দেশে সে বলেছে, ‘‘তুরস্কে যেতে চাই। সেখান থেকেই আইএসের কাজে যোগ দিতে চাই। মানুষ বলে ওরা বেআইনি কাজ করছে। কিন্তু আমি মনে করি ওখানে যারা গণহত্যা করছে, তাদের বিরুদ্ধেই আইএস লড়াই করছে।’’ ফেডেরাল কোর্টে সোমবার হাজিরা দিয়েছে কাং। পরের শুনানি ২৪ জুলাই।

Terrorism ISIS US Soldier Ikaika Erik Kang ইসলামিক স্টেট ওয়াশিংটন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy