গ্রাফিক: তিয়াসা দাস।
১৪ বছরের এক কিশোরীকে বেসবল ব্যাট দিয়ে বেধড়ক পেটানো হয়েছিল। উলঙ্গ করা হয়েছিল। তার পর বড় একটা ছুরি দিয়ে তাকে কোপানো হয়েছিল। আর তার মৃতদেহটাকে ফেলে রাখা হয়েছিল একটি সুড়ঙ্গে, ছোট একটা নর্দমার পাশে। তাকে খুন করার ছবি একটা ভিডিয়োয় তোলা হয়েছিল।
খুন হওয়ার এক মাস পর দিনকয়েক আগে ১৪ বছরের আরিয়ানা ফুঁয়েস-দায়াজের দেহটি উদ্ধার করেছে উত্তর-পূর্ব ওয়াশিংটনের পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ভিডিয়ো ক্যামেরাটিও। গত ১১ এপ্রিল থেকেই আরিয়ানার কোনও খোঁজখবর পাচ্ছিলেন না অ্যানে আরুন্ডেল কাউন্টিতে তাঁর বাড়ির লোকজনরা।
ওই ঘটনায় জড়িত সন্দেহে আরও এক কিশোরী-সহ তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। যারা সকলেই দুষ্কৃতীদের চক্র ‘এমএস-১৩ গ্যাং’-এর সঙ্গে জড়িত। আততায়ীরা ভেবেছিল, ওই কিশোরী তাদের পুলিশে ধরিয়ে দিতে পারে।
আরও দেখুন- ওজন ২১টা আফ্রিকান হাতির সমান, ইতিহাসের সবচেয়ে বড় প্রাণীর খোঁজ দিলেন বিজ্ঞানীরা
আরও পড়ুন- ১৯% প্রার্থী খুন, ধর্ষণে অভিযুক্ত!
ধৃতদের জামিনের আর্জি খতিয়ে দেখার শুনানিতে প্রিন্স জর্জেস কাউন্টির অ্যাসিস্ট্যান্ট স্টেট’স অ্যাটর্নি সিন্থিয়া ব্রিগফোর্ড শুক্রবার আদালতে বলেছেন, ‘‘আরিয়ানাকে খুন করতে হবে বলে আগেভাগেই ঠিক করে ফেলেছিল ‘এমএস-১৩ গ্যাং’-এর দুষ্কৃতীরা।’’
ধৃত তিন জনের মধ্যে দু’জন- ১৭ বছর বয়সী জোয়েল এসকোবার ও ১৪ বছরের কিশোরী সিন্থিয়া হার্নান্দেজ-নিউকামেন্দির জামিনের আর্জি খারিজ করে গিয়েছে আদালত। আর এক অভিযুক্ত ১৬ বছরের জোসুয়ে ফুয়েন্তেস-পোন্সেকে ফের সোমবার আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।