Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Walmart Shooting

ওয়ালমার্টের আততায়ী বিপণিরই কর্মী, হামলার পর নিজেকেও গুলি করেছেন, দাবি পুলিশের

বিপণিতে বন্দুকবাজের হামলার ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ওয়ালমার্টের বিপণির সামনে পুলিশের গুলি। ছবি রয়টার্স।

ওয়ালমার্টের বিপণির সামনে পুলিশের গুলি। ছবি রয়টার্স।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২০:৩৭
Share: Save:

আমেরিকায় ওয়ালমার্টের বিপণিতে এলোপাথাড়ি গুলি চালিয়েছেন ওই বিপণিরই এক কর্মী। শুধু তা-ই নয়, হামলার পর আততায়ী নিজেকেও গুলি করেছেন। যার জেরেই তাঁর মৃত্যু হয়। অন্তত তাঁর শরীরের ক্ষত দেখে এমনটাই মনে করছে ওয়াশিংটনের পুলিশ।

মঙ্গলবার রাতে ভার্জিনিয়া প্রদেশে ওয়ালমার্টের একটি বিপণিতে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ প্রধান মার্ক সোলেস্কি সাংবাদিক বৈঠক বলেন, ‘‘আততায়ীর ক্ষত দেখে মনে হচ্ছে, গুলিটি ওঁর নিজের বন্দুক থেকে চলেছে।’’

বিপণিতে বন্দুকবাজের হামলার ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। গুজব ছড়ানো থেকে জনসাধারণকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন স্থানীয় গভর্নর লুইস লুকাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Walmart shooting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE