ক্ষমতায় আসার প্রথম ১০০ দিনে দশ কোটি মানুষকে করোনা প্রতিষেধকের অন্তত একটি ডোজ় দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সময়সীমা পেরোনোর ৪২ দিন আগেই তা সম্ভব হয়েছে বলে ঘোষণা করলেন তিনি।
করোনা মোকাবিলায় বাইডেন প্রশাসন কতটা সফল, তারই খতিয়ান তুলে ধরতে সম্প্রতি হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। বাইডেন তাঁর প্রথম একক এই সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘গত ৮ ডিসেম্বর আমি জানিয়েছিলাম, আমার কাজের প্রথম ১০০ দিনে ১০ কোটি মানুষকে টিকা দিতে পারব বলে আশা করছি। গত সপ্তাহে মাত্র ৫৮ দিনেই সেই লক্ষ্য ছুঁয়েছি। আজ আমি দ্বিতীয় লক্ষ্য স্থির করছি। এ বার ১০০ দিনে ২০ কোটি মানুষকে টিকা দিতে চাই।’’ তিনি বলেছেন, ‘‘লক্ষ্যমাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেওয়াটা হয়তো উচ্চাকাঙ্খা। তবে এ কথাও ঠিক যে গণটিকাকরণের দৌড়ে আমেরিকার ধারে কাছে কেউ নেই। আমরাই সবচেয়ে এগিয়ে।’’
শুধু গণটিকাকরণ নয়, করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে আমেরিকা সঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন বাইডেন। তিনি বলেন, ‘‘অর্থনীতির হাল ফেরাতে ইতিমধ্যে ১৪০০ ডলার করে ১০ কোটি মানুষের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। আগামী কিছু দিনের মধ্যে আরও অনেকের অ্যাকাউন্টে অনুদান ঢুকে যাবে।’’ প্রেসিডেন্ট জানান, এই খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর প্রশাসন।