Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Uzra Zeya

মোদী সরকারকে বার্তা

কূটনীতিক শিবিরের ধারণা, রিপোর্টকে সমর্থন করে কার্যত মোদী সরকারকে বার্তা দিয়ে গেলেন ওই আমেরিকান কর্তা।

uzra zeya.

উজরা জেয়া। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ০৮:০৮
Share: Save:

সম্প্রতি আমেরিকান কংগ্রেসের পেশ করা মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে আক্রমণ করা হয়েছিল নরেন্দ্র মোদী সরকারকে। সেই রিপোর্টকে ‘অতিশয়োক্তি’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছিলন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাঁর দু’দিনের ভারত সফরের শেষে বাংলাদেশে উড়ে যাওয়ার আগে আমেরিকার মানবাধিকার এবং গণতন্ত্র সংক্রান্ত বিভাগের সচিব উজরা জেয়া এই রিপোর্টকে পূর্ণ সমর্থন করলেন।

কূটনীতিক শিবিরের ধারণা, রিপোর্টকে সমর্থন করে কার্যত মোদী সরকারকে বার্তা দিয়ে গেলেন ওই আমেরিকান কর্তা।

এক প্রশ্নের উত্তরে উজরা বলেন, ‘‘আমি আমেরিকার বিদেশ দফতরের প্রতিনিধিত্ব করি। এই বিভাগের দায়িত্ব আন্তর্জাতিক স্তরে ধর্মীয় স্বাধীনতা, মানবপাচারের মতো বিষয় নিয়ে আমেরিকান কংগ্রেসের দেওয়া রিপোর্ট প্রকাশ করা। এই রিপোর্ট তথ্যনিষ্ঠ ভাবে তৈরি হয়, সংশ্লিষ্ট সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে কথার ভিত্তিতে। নিখুঁত গবেষণা রয়েছে এর পিছনে। আমেরিকার আইন অনুযায়ী প্রকাশ করা এই রিপোর্টের পাশে দৃঢ় ভাবে রয়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

america Narendra Modi Human Rights India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE