Advertisement
E-Paper

ব্রিটেনে শুরু হয়ে গেল চ্যাডক্স১ টিকার প্রয়োগও

আজ প্রথম ভ্যাকসিন দেওয়া হয় অক্সফোর্ডের চার্চিল হাসপাতালে। টিকা নেন ৮২ বছর বয়সি বৃদ্ধ ব্রায়ান পিঙ্কার।

শ্রাবণী বসু

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ০৪:৫২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কথা মতোই আজ সকাল থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকার তৈরি কোভিড-টিকা চ্যাডক্স-১ দেওয়া শুরু করে দিল ব্রিটেন। করোনা-সংক্রমণে এ পর্যন্ত ৭৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ব্রিটেনে। সংক্রমণের হার কমার কোনও লক্ষণ নেই। উল্টে নতুন স্ট্রেনের আতঙ্কে ভুগছেন মানুষ। এই জরুরি পরিস্থিতিতে এ বার দ্বিতীয় প্রতিষেধকটিরও প্রয়োগ শুরু করে দিল বরিস জনসন প্রশাসন।

আজ প্রথম ভ্যাকসিন দেওয়া হয় অক্সফোর্ডের চার্চিল হাসপাতালে। টিকা নেন ৮২ বছর বয়সি বৃদ্ধ ব্রায়ান পিঙ্কার। বেশ কয়েক বছর ধরে কিডনির অসুখে আক্রান্ত ব্রায়ান চার্চিল হাসপাতালে চিকিৎসাধীন। টিকা নেওয়ার পরে সুস্থই আছেন তিনি। জানিয়েছেন, প্রথম ভ্যাকসিনটি নিতে পেরে তিনি খুশি এবং গর্বিত। তাঁর কথায়, ‘‘এত দিন মৃত্যুভয়ে ছিলাম। এ বার মনে হচ্ছে ৪৮তম বিবাহবার্ষিকীটা স্ত্রীর সঙ্গে কাটাতে পারব।’’ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘‘করোনার বিরুদ্ধে ব্রিটেনের লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রতিষেধকের সাহায্যেই সংক্রমণ কমবে। অবশেষে হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব।’’

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকা টিকার ক্ষেত্রে টিকাকরণের দায়িত্বে রয়েছে অক্সফোর্ড, লন্ডন, সাসেক্স, ল্যাঙ্কাশায়ার এবং ওয়ারউইকশায়ারের ছ’টি হাসপাতাল। শুধু সোমবারই ৫ লক্ষ ৩০ হাজার ডোজ় প্রয়োগের লক্ষ্য রাখা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে দেশ জুড়ে এক হাজার টিকাকরণ কেন্দ্র তৈরি করে ফেলার চেষ্টা করছে প্রশাসন। সরকারের লক্ষ্য— প্রতি সপ্তাহে ২০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে। টিকার দ্বিতীয় ডোজ় দেওয়া হবে ১২ সপ্তাহ পরে। আপাতত যত বেশি সম্ভব লোককে প্রথম ডোজ়টি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরে যখন সরকারের ঘরে আবার ভ্যাকসিন মজুত হবে, তখন দ্বিতীয় ডোজ় দেওয়া শুরু হবে।

ডিসেম্বর থেকেই অবশ্য ব্রিটেনে টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। প্রথম ছাড়পত্র পায় ফাইজ়ার-বায়োএনটেক। এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষকে ফাইজ়ারের টিকা দেওয়া হয়েছে। অক্সফোর্ডের টিকা নিয়েও বেশ আশাবাদী ব্রিটেন সরকার। কারণ, এটি সংরক্ষণ করা সহজ, দামও কম। ১০ কোটি ডোজ় কেনার জন্য বরাত দিয়েছে ব্রিটেন সরকার।

শুধু টিকা থাকলেই তো হল না, তা যথাযথ নিয়ম মেনে প্রয়োগও করতে হবে। এই প্রক্রিয়া রূপায়ণ করতে গিয়ে বেসামাল ইউরোপ-আমেরিকা। প্রচুর সংখ্যক দক্ষ কর্মী চাই। বহু অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স, বিমানকর্মীকে (যাঁরা ইঞ্জেকশন দিতে জানেন) তাই জরুরি ভিত্তিতে নিয়োগ করেছে প্রশাসন।

সংক্রমণ তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। ২ কোটি ১১ লক্ষ সংক্রমণ। ৩ লক্ষ ৬০ হাজার মৃত্যু। মৃত্যুতে এর পরেই ব্রাজিল। ১ লক্ষ ৯৬ হাজার ব্রাজিলীয় প্রাণ হারিয়েছেন মারণ ভাইরাসে। ভারতের তৈরি প্রতিষেধক ‘কোভ্যাক্সিন’ কেনার বিষয়ে আজ আগ্রহ দেখিয়েছে ব্রাজিল। এই প্রতিষেধকটি নিয়ে ভারতে বিজ্ঞানী মহলে বিতর্ক থাকলেও ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ভ্যাকসিন ক্লিনিকস তাদের ওয়েবসাইটে ভারত বায়োটেকের প্রতিষেধক কোভ্যাক্সিন কেনা নিয়ে সমঝোতাপত্র সাক্ষরের কথা জানিয়েছে। তবে ব্রাজিলে টিকা সংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার দায়িত্বে রয়েছে সে দেশের স্বাস্থ্য নিয়ন্ত্রক পর্ষদ। তারা এখনও কোনও টিকাকেই ছাড়পত্র দেয়নি।

Chadox1 Vaccine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy